প্রথম দল হিসেবে প্লে অফে কলকাতা

প্রথম দল হিসেবে প্লে অফে কলকাতা

মুম্বাই ইন্ডিয়ান্সকে ফিরতি লেগেও হারিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। আগের লেগে ১২ বছর পর ওয়াংখেড়েতে জয় তুলে নিয়েছিল শ্রেয়াস আইয়ারের দল। এবার নিজেদের মাঠেও অনায়াস জয় তুলে নিল দলটা। মুম্বাইকে হারাল ১৮ রানে। তাতে প্রথম দল হিসেবে এবারের আইপিএলের প্লে অফে চলে গেল কেকেআর।

মুম্বাইয়ের বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল আগের ম্যাচেই। ফলে এই ম্যাচ তাদের জন্য ছিল শুধুই নিয়মরক্ষার। তবে কলকাতার জন্য এ ম্যাচ অতটা হালকাভাবে নেওয়ার মতো ছিল না। প্লে-অফের টিকিট যে নিশ্চিত করতে হতো দ্রুত!

টস হেরে ব্যাট হাতে শুরুটা বেশ নড়বড়ে ছিল কলকাতার। দুই ওপেনার ফিল সল্ট ও সুনীল নারাইন মোটেও আলো ছড়াতে পারেননি। তবে মিডল ও লোয়ার অর্ডারের ওপর ভর করে মুম্বাইকে ১৫৮ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দেয় কলকাতা।

জবাবে ব্যাট হাতে নেমে শুরুটা দারুণ করেন মুম্বাই ওপেনার ঈশান কিষাণ। তার ২২ বলে ৪০ রানের বিপরীতে তার ওপেনিং সঙ্গী রোহিত শর্মা ছিলেন নিজের ছায়া হয়ে। ২৪ বলে করেছেন ১৯ রান। এরপর স্বাগতিক বোলারদের তোপের মুখে পড়ে খেই হারান মুম্বাইয়ের মিডল অর্ডারের ব্যাটাররা। শেষ পর্যন্ত ১৩৯ রানেই আটকে যায় সফরকারীদের ইনিংস। ১৮ রানের জয় তুলে নেয় স্বাগতিকরা।

এই জয়ের ফলে এবারের আইপিএলে প্রথম দল কলকাতা চলে গেল প্লে অফে। ১২ ম্যাচে দলটা জিতেছে ১৮ পয়েন্ট।

সংক্ষিপ্ত স্কোর–
কলকাতা– ১৫৭/৭ (১৬ ওভার); ভেঙ্কটেশ ৪২, নিতীশ ৩৩; পীযুশ ২-২৮, জসপ্রীত ২-৩৯।
মুম্বাই– ১৩৯/৮ (১৬ ওভার); কিষাণ ৪০, তিলক ৩২; বরুণ ২-১৭, রাসেল ২-৩৪।
ফলাফল– কলকাতা ১৮ রানে জয়ী।
ম্যাচসেরা– বরুণ চক্রবর্তী।



সম্পর্কিত খবর