ব্যাটিংয়ের অস্বস্তি রয়েই গেল!
সিরিজের প্রথম চারটা ম্যাচ বাংলাদেশ জিতেছে বটে কিন্তু দলের ব্যাটিং বিশ্বকাপের আগে অস্বস্তির যোগানই দিয়েছে টিম ম্যানেজমেন্টকে। পঞ্চম ম্যাচে সেটা সরিয়ে দেওয়ার অভিপ্রায় নিয়ে আজ জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে নেমেছে বাংলাদেশ। তবে দলের ব্যাটিংটা যেমন হয়েছে, তাতে অস্বস্তিটা রয়েই গেল। নড়বড়ে শুরুর পর মাহমুদউল্লাহর ফিফটিতে ৬ উইকেট খুইয়ে ১৫৭ রানের পুঁজি পেয়েছে বাংলাদেশ।
চলতি সিরিজে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ একসঙ্গে পারফর্ম করছে, এমন দেখা যায়ইনি। প্রথম তিন ম্যাচে বাংলাদেশের টপ অর্ডার ব্যর্থ হয়েছে, দলকে টেনে তুলেছে মিডল-লোয়ার মিডল অর্ডার। চতুর্থ ম্যাচে হয়েছে তার উল্টোটা। দুই ওপেনার যেই না দলকে ভালো শুরু এনে দিল, এরপরই ব্যর্থ হলেন পরের সবাই। পঞ্চম ম্যাচে এসে আবারও প্রথম তিন ম্যাচের বাস্তবতায় ফিরে গেছে দল।
শুরুর ওভারে ছক্কা মেরে সৌম্য ইঙ্গিত দিচ্ছিলেন ভালো শুরুর। তবে তা উবে গেল পরের ওভারেই। প্রথম ওভারে এল নয় রান। এরপরের দুই ওভার থেকে রান নেই, উইকেট গেল দুটো। দুই ওপেনার তানজিদ তামিম ও সৌম্য বিদায় নিলেন। একটু পর তাওহীদ হৃদয়ও হাঁটলেন ও পথেই।
আগের ম্যাচে শেষ ৪২ রানে ১০ উইকেট খুইয়ে বসেছিল বাংলাদেশ। সঙ্গে এই ম্যাচের অমন শুরু অল্পেতে গুটিয়ে যাওয়ার শঙ্কাও সামনে নিয়ে এসেছিল। তবে সেটা হতে দেননি নাজমুল হোসেন শান্ত ও মাহমুদউল্লাহ রিয়াদ। দুজন মিলে ৪৫ বলে ৬৯ রানের জুটি গড়ে দলকে বিপদমুক্ত করেন। এরপর শান্ত ২৮ বলে ৩৬ রান করে ফিরলেও রিয়াদ দলকে লড়াকু পুঁজির দিকে এগিয়ে নিতে থাকেন।
সাকিবের সঙ্গে জুটিতে নিজের ফিফটির দেখা পেয়ে যান রিয়াদ। তার ফিফটি, সাকিবের ১৭ বলে ২১ ও শেষ দিকে জাকের আলী অনিকের ১১ বলে ২৪ রানে ভর করে বাংলাদেশ তুলে নেয় ১৫৭ রানের পুঁজি।