জিম্বাবুয়ে সিরিজে অনেক সমস্যা চোখে পড়েছে শান্তর

জিম্বাবুয়ে সিরিজে অনেক সমস্যা চোখে পড়েছে শান্তর

আসন্ন বিশ্বকাপের আগে ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলছে বাংলাদেশ। যেখানে নাজমুল শান্তর দল সিরিজ জিতেছে ৪-১ ব্যবধানে। সিরিজের ফল বাংলাদেশের পক্ষে গেলেও এতে সন্তুষ্ট হতে পারছেন না অধিনায়ক শান্ত। ২০ দলের বিশ্বকাপে জায়গা না হওয়া জিম্বাবুয়ের বিপক্ষেও যে কোনো ম্যাচেই দাপট দেখাতে পারেনি স্বাগতিকরা।

বোলিংটা নেহায়েত মন্দ না হলেও সিরিজ জুড়েই ভোগান্তির নাম ছিল ব্যাটিং। ফিল্ডিংয়েও দুর্বলতা চোখে পড়েছে। সব মিলিয়ে বিশ্বকাপের আগে প্রকাশ পেয়েছে বেশ কিছু দুর্বলতাও। আর এই দুর্বলতা কাটিয়ে না উঠতে পারলে আসন্ন বিশ্বকাপে বড় বিপদেই পড়তে হবে বাংলাদেশকে। যা বেশ ভালোই জানা আছে অধিনায়ক শান্তর। তাই দ্রুতই উন্নতির তাগিদ তার। এরপর বিশ্বকাপের আগে আসন্ন যুক্তরাষ্ট্র সিরিজেই খেলতে চান সেরা ক্রিকেটটা। ম্যাচ শেষে এমনটিই জানিয়েছেন শান্ত।

শান্ত বলেন, ‘এই সিরিজে আমরা যেভাবে খেলেছি তাতে অনেক জায়গায় আমাদের উন্নতি করতে হবে। আজকে রিয়াদ এবং জেকের যেভাবে খেলেছে তাতে তাদের ব্যাটিংয়ে আমি খুশি। তবে স্পষ্টতই, আমরা আজ ভালো শুরু করতে পারিনি।’

দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষেও সিরিজের কোনো ম্যাচেই বাংলাদেশ ১৭০ রানের পুঁজি পায়নি। আগের ম্যাচে ১৪৩ রানের পর এ ম্যাচে ইনিংস থেমেছে ১৫৭ রানে। যেখানে স্পষ্ট হয়েছে ব্যাটিংয়ে দুর্বলতা। তবে এই দুর্বলতা দ্রুতই কাটিয়ে উঠে বিশ্বকাপে ভালো করবে বাংলাদেশ। এমন প্রত্যাশা শান্তর। বলেন, ‘আমি মনে করি বিশ্বকাপের আগে আমরা নিজেদেরকে খুব ভালোভাবে প্রস্তুত করব। ইউএসএ সিরিজে আমাদের আরও তিনটি ম্যাচ খেলে প্রস্তুতি নেওয়ার সুযোগ রয়েছে। আমরা সেখানে আমাদের সেরা চেষ্টা করব।’

সম্পর্কিত খবর