চোট নিয়ে হাসপাতালে তাসকিন

চোট নিয়ে হাসপাতালে তাসকিন

সদ্যসমাপ্ত জিম্বাবুয়ে সিরিজে দারুণ পারফর্ম করেছেন তাসকিন আহমেদ। তবে তাকে ছাড়াই শেষ ম্যাচে বাংলাদেশকে খেলতে হয়েছে বাংলাদেশকে। কারণ তার চোট। সে ব্যথা না কমায় তাকে নিয়ে যেতে হয়েছে হাসপাতালেও।  

ঘটনার সূত্রপাত চতুর্থ টি-টোয়েন্টিতে। সে ম্যাচে ফিল্ডিংয়ের সময় পাঁজরে ব্যথা পান তিনি। সে কারণে তিনি এই ম্যাচের জন্যও ফিট ছিলেন না।

সেই ব্যথা আজও কমেনি। শেষ দুই দিন ব্যথার সঙ্গে যুঝছেন তাসকিন। সে কারণে আজ তাকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বিসিবি। 

চোটের সঙ্গে সখ্যতাটা তাসকিন আহমেদের নতুন নয়। সে কারণেই টেস্ট থেকে আপাতত বিশ্রামে আছেন তিনি। গেল বিশ্বকাপে পাওয়া কাঁধের চোট তাকে ভুগিয়েছে। সে কারণে নিউজিল্যান্ড সিরিজে খেলতে পারেননি তিনি। 

ফিরেছেন শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে। এরপর জিম্বাবুয়ে সিরিজে তিনি ফিরে এসেছে স্বরূপে। খেলেছেন ৪ ম্যাচ, পেয়েছেন সিরিজ সর্বোচ্চ ৮ উইকেট। সে কারণে তিনি এবারের সিরিজের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন। 

বিশ্বকাপ আর ২০ দিন পরই। ঠিক এই সময় তার চোট খানিকটা বাড়তি দুশ্চিন্তাই দিয়ে যাচ্ছে টিম ম্যানেজমেন্টকে।

সম্পর্কিত খবর