ম্যাচ শেষে সেন্টার উইকেটে অনুশীলন সাকিবের
বাংলাদেশের ম্যাচ শেষ তখন। ঘরের মাঠে বিশ্বকাপের আগে শেষ ম্যাচ। দল তখন শিরোপা উদযাপন-ব্যস্ততা শেষে ফিরছে ড্রেসিং রুমে।
ঠিক তখন ড্রেসিং রুম থেকে বেরিয়ে এল চেনা এক মুখ। তিনি সাকিব আল হাসান। প্যাড আপ করা, হাতে ব্যাট… উদ্দেশ্যটা পরিষ্কার, ছুটে যাচ্ছেন সেন্টার উইকেটের দিকে।
খানিকটা বিস্মিতই হতে হলো। ম্যাচ শেষ হয়েছে এই মিনিট পনেরোও হবে না, ঠিক এই সময় কেন আবার এই যুদ্ধসাজ?
জবাবটা মিলল একটু পর। সাকিব যাচ্ছেন অনুশীলনে। সেন্টার উইকেটে এরপর বেশ কিছু সময় কাটালেন তিনি।
সাকিব সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন সহকারী কোচ ডেভিড হেম্পকে। বেশ কিছুক্ষণ ব্যাটিং অনুশীলন করলেন তিনি।
সিরিজ শেষ হওয়ার পরপর সাকিবের এমন অনুশীলনের জন্য উতলা হয়ে ওঠাটা ব্যাটিং নিয়ে তার বাড়তি ভাবনার ইঙ্গিতই দিচ্ছে।
গেল বিশ্বকাপে চোখের সমস্যা ধরা পড়ার পর থেকে সাকিব ব্যাটিংয়ে ব্যর্থ হচ্ছেন নিয়মিত। মাঝেসাঝে কিছু ইনিংস খেলছেন বটে, কিন্তু তাতে ধারাবাহিকতা একেবারেই নেই। এই যেমন সবশেষ ডিপিএলে সেঞ্চুরি করলেন একটা, পরদিনই ফিরলেন শূন্য রানে। জিম্বাবুয়ের বিপক্ষে ১ রান করার পর আজ করলেন ২১ রান।
আরও একটা বিশ্বকাপ সামনে। ব্যাট হাতে এমন অধারাবাহিকতা ভালোভাবেই ভাবাচ্ছে সাকিবকে। তাই তো আজ ম্যাচ শেষেই তিনি ছুটলেন অনুশীলনে। তবে তার এ বাড়তি চেষ্টা শেষমেশ তাকে সুফল দেয় কি না, সে প্রশ্নের জবাব জানতে অপেক্ষা করতে হবে অন্তত বিশ্বকাপ পর্যন্ত।