চোটে শঙ্কায় তাসকিনের বিশ্বকাপ

চোটে শঙ্কায় তাসকিনের বিশ্বকাপ

‘এখনই কোনোকিছু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।‘ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে বের হতে হতে গণমাধ্যম কর্মীদের বলা তাসকিন আহমেদের এই কথাতেই জেগেছে শঙ্কা। পাঁজরের ব্যাথায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামতে পারেননি। গুঞ্জন আছে মিস করতে পারেন বিশ্বকাপও।

যেতে হয়েছে হসপিটালেও। তবে চোট কতটা গুরুতর সেটাও এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। কিন্তু তাসকিনের চোখে মুখে শঙ্কার চাপ স্পষ্ট।

তাসকিনের ইনজুরি প্রসঙ্গে বিসিবির চিকিৎসক ডাক্তার দেবাশীষ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘তাসকিন চতুর্থ ম্যাচে বল করতে গিয়ে পাঁজরে কিছুটা ব্যাথা অনুভব করে। সেই ব্যাথা আজ সকালেও ছিলো, যে কারণে খেলানো হয়নি। সে পর্যবেক্ষণে রয়েছে।‘

চোটের সঙ্গে তাসকিন আহমেদের পার্টনারশিপ অনেক পুরোনো। সে কারণেই টেস্ট থেকে আপাতত বিশ্রামে আছেন। গেল বিশ্বকাপে কাঁধের চোট তাকে ভুগিয়েছে বেশ। মিস করেছেন নিউজিল্যান্ড সিরিজও। ফিরেছেন শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে।

জিম্বাবুয়ে সিরিজে শুরুর চার ম্যাচেই একাদশে ছিলেন তাসকিন। সেখানে ৮ উইকেট শিকারে শেষ পর্যন্ত হয়েছেন সিরিজ সেরা। সিরিজটি ৪-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।

সম্পর্কিত খবর