প্রোটিয়াদের সেরা জুটি
হাইনরিখ ক্লাসেন ব্যাট হাতে রীতিমতো ঝড় তুললেন। বিশ্বকাপে তুলে নিলেন নিজের প্রথম সেঞ্চুরি! মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে শনিবার মাত্র ৬১ বলে সেঞ্চুরি করেন দক্ষিণ আফ্রিকান ব্যাটার ক্লাসেন। পাঁচ নম্বরে নেমে ৬৭ বলে ১২ চার ও ৪ ছক্কায় ১০৯ রানের ঝড়ো ইনিংস খেলেন। বিশ্বকাপে এটি তার প্রথম ও ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি।
সাতে নেমে মাত্র ৪২ বলে অপরাজিত ৭৫ রান করেন মার্কো ইয়ানসেন। এই দুজন ষষ্ঠ উইকেটে গড়েন ৭৭ বলে ১৫১ রানের জুটি। ওয়ানডেতে ষষ্ঠ উইকেটে বা এর নিচে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ রানের জুটি এটিই। ২০০৬ সালে কেপটাউনে ভারতের বিপক্ষে অষ্টম উইকেটে জাস্টিন কেম্প ও অ্যান্ড্রু হলের অবিচ্ছিন্ন ১৩৮ রান করে ছিলেন শীর্ষে।
শনিবার বিশ্বকাপের ম্যাচে মুম্বাইয়ে ৫০ ওভারে ৭ উইকেটে ৩৯৯ রান করে দক্ষিণ আফ্রিকা।ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে যে কোনো দলের সর্বোচ্চ সংগ্রহ এটি। ২০১৫ সালে ওভালে নিউজিল্যান্ডের ৫ উইকেটে ৩৯৮ রান ছিল আগের সর্বোচ্চ সংগ্রহ।