আতহারের বিশ্বকাপ দলে যারা থাকছেন
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো বিশ্বকাপের দল ঘোষণা করেনি। তবে বিশ্বকাপের এই পনের জনের মূল দলে কারা থাকছেন সেই তালিকার বেশিরভাগের নাম প্রায় সবারই জানা। এক বা দুজনের বিষয়ে নির্বাচকরা এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসতে পারেননি বলেই বিসিবিও বিশ্বকাপ দলের নামটা প্রকাশ করেনি। তবে পনের জনের দলের একটা নামের তালিকা বিসিবি ঠিকই আইসিসির কাছে পাঠিয়ে দিয়েছে। আজ-কালের মধ্যেই বিসিবি তাদের বিশ্বকাপের চূড়ান্ত দলের নাম ঘোষণা করবে।
বিসিবির আগে অবশ্য ধারাভাষ্যকার আতহার আলী খান তার নিজস্ব পছন্দের বিশ্বকাপের ১৫ জনের নাম জানিয়েছেন। তবে শুধু পনেরজন নয়, একজন বাড়তি বোলারসহ বিশ্বকাপের রিজার্ভ তালিকায়ও কারা থাকছেন সেই নামের তালিকাও দিয়েছেন তিনি। সব মিলিয়ে এই সংখ্যাটা ১৯ জনের।
আতহারের পনের জনের বিশ্বকাপ দলে আছেন লিটন দাস। যদিও তার সাম্প্রতিক টি-টোয়েন্টি ফর্ম ভীষণ বাজে। কিন্তু তবুও তাকে উইকেটকিপার কাম ব্যাটার হিসেবে দলে রেখেছেন তিনি। আতহারের বিবেচনায় এই ওপেনার হয়তো এখন ফর্মে নেই। কিন্তু তার অভিজ্ঞতা এবং দলে প্রথম পছন্দের উইকেটকিপার-এই ব্র্যাকেটের জোরে লিটন দাস বিশ্বকাপ দলে থাকছেন। স্পোর্টস বাংলাকে আতহার জানান, ‘লিটন অনেক ভালো খেলোয়াড়। মানছি সে ফর্মে নেই। কিন্তু আমার মতে সে ফর্মে ফেরা থেকে মাত্র এক ইনিংস দূরে দাঁড়িয়ে আছে। আমি নিশ্চিত লিটনের মতো ক্যালিবারের ব্যাটারকে ছাড়া বাংলাদেশ বিশ্বকাপে যাবে না।’
ওপেনার হিসেবে আতহারের আরো দুজন পছন্দ হলেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। মিডলঅর্ডার ব্যাটিংয়ে কোনো পরীক্ষা-নিরীক্ষায় যাননি আতহার। এই পজিশনে তার পছন্দের ব্যাটাররা হলেন তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলী। স্পিন বিভাগে তিনি রেখেছেন অফস্পিনার শেখ মেহেদি হাসান ও লেগস্পিনার রিশাদ হোসেনকে।
পেস বোলিং বিভাগে আতহার সবমিলিয়ে পনের জনের দলে রেখেছেন চারজন বোলারকে। এদের মধ্যে নিশ্চিত জায়গা হলো তিনজনের। তারা হলেন মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম। আর তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদের মধ্যে যে কোনো একজন হয়তো জায়গা পাবেন। আতহার মোহাম্মদ সাইফুদ্দিনকে রেখেছেন পেস বোলিং অলরাউন্ডার হিসেবে।
বিশ্বকাপের খেলা যেখানে হবে সেই আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজের উইকেট থেকে এবার পেসারদের বদলে স্পিনাররাই বাড়তি সুবিধা পাবেন বলে ভাবা হচ্ছে। আর সেই বিবেচনায় ভারত যে দল গড়েছে সেখানে চারজন স্পিনারকে পনেরজনের দলে রেখেছে। নামগুলো শুনুন, বরীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদব। পেস বোলিংয়ে রয়েছে চারজন। এরা হলেন হার্দিক পান্ডিয়া, জাসপ্রিত বুমরাহ, আরশদ্বীপ সিং ও মোহাম্মদ সিরাজ।
আতহার তার বাংলাদেশের বিশ্বকাপ দলে রিজার্ভ তালিকায় রেখেছেন মোহাম্মদ নাঈম, পারভেজ হোসেন ইমন ও উইকেটকিপার কাম ব্যাটার নুরুল হাসান সোহানকে।
আতহারের বিশ্বকাপ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক) তানজিদ হাসান তামিম, লিটন দাস, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব/ হাসান মাহমুদ।
রিজার্ভ: মোহাম্মদ নাঈম, পারভেজ হোসেন ইমন ও নুরুল হাসান সোহান।