আগের ম্যাচগুলোতে রান না পাওয়ার আক্ষেপ রাজার

আগের ম্যাচগুলোতে রান না পাওয়ার আক্ষেপ রাজার

০, ৩, ১ ও ১৭ বাংলাদেশের বিপক্ষে প্রথম ৪ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজার রান এগুলো। রাজা যেমন ব্যর্থ হয়েছেন তেমনি ব্যর্থ হয়েছে তার দলও। প্রথম চার ম্যাচের চারটিতেই হেরে হোয়াইটওয়াশের শঙ্কায় ছিল জিম্বাবুয়ে। অবশেষে পঞ্চম ও শেষ ম্যাচে এসে ৪৯ বলে অপরাজিত ৭২ রানের ইনিংস খেললেন রাজা। আর অমনি জিতল তার দল।

অথচ, সিরিজের তৃতীয় ও চতুর্থ ম্যাচে মাত্র ৯ ও ৫ রানের ব্যবধানে হারতে হয়েছে জিম্বাবুয়েকে। সেই ম্যাচগুলোতে জয় পেলে হয়তো জিম্বাবুয়ের গল্পটা ভিন্নও হতে পারত। তাই সিরিজ শেষে সেই ম্যাচগুলোতে রান না পাওয়ার আক্ষেপ ঝরেছে রাজার কণ্ঠে। শেষ ম্যাচ জেতায় তৃপ্ত হলেও আগের ম্যাচগুলোর হারের দায় নিয়েছেন তিনি।

সিরিজ শেষে রাজা বলেন, ‘জয় নিয়ে বাড়ি ফিরতে পেরে ভালো লাগছে। গত তিনটি ম্যাচে আমরা জয়ের খুব কাছাকাছি ছিলাম, তবে শেষ পর্যন্ত অল্প ব্যবধানে হেরেছি। এ ম্যাচে তাই জয়ে অবদান রাখতে পেরে ভালো লাগছে। তবে আমার কাজ যেহেতু রান করা আগের ম্যাচগুলোতে রান না পাওয়ায় শেষদিকে অল্প ব্যবধানে হারায় আমি ভেবেছিলাম এটা আমারই কাজ ছিল। তবে এ ম্যাচে এটি হয়েছে। আর তাতে আমি খুশি।’

তরুণ ক্রিকেটারদের প্রতি মুগ্ধতার কথা জানিয়ে রাজা আরও বলেন, ‘এই সিরিজে অনেক ইতিবাচক দিক ছিল। টি-টোয়েন্টি ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে জিম্বাবুয়ের অনেক কাজ করার আছে। আমি স্কোয়াড নিয়ে খুব গর্বিত। আমি নিশ্চিত এই তরুণরা জিম্বাবুয়েকে এগিয়ে নিয়ে যাবে।’

সম্পর্কিত খবর