রাজস্থানকে টেনে ধরে প্লে-অফের আরও কাছে চেন্নাই

রাজস্থানকে টেনে ধরে প্লে-অফের আরও কাছে চেন্নাই

রানবন্যার আইপিএলে চেন্নাই সুপার কিংসের সামনে রাজস্থান রয়্যালস লক্ষ্য দাঁড় করিয়েছে ১৪২ রানের। এমন টার্গেটে লড়াই করা যায় বটে, ম্যাচ জেতা যায় না। স্বাভাবিকভাবেই তাই জিততে পারেনি রাজস্থান। আর তাতে ১৬ পয়েন্ট থাকার পরও প্লে-অফের সমীকরণটা ঝুলে গেছে স্যাঞ্জু স্যামসনের দল।

অন্যদিকে দারুণ জয়ে প্লে-অফের আরও কাছে চলে গিয়েছে চেন্নাই সুপার কিংস। সানরাইজার্স হায়দরাবাদকে চারে নামিয়ে টেবিলের তিন নম্বরে উঠে গেছে চেন্নাই। তাদের বর্তমান পয়েন্ট এখন ১৪। হাতে বাকি এখনও এক ম্যাচ।

নিজেদের মাঠে চেন্নাইকে ম্যাচটা নিজেদের দিকে হেলিয়ে দিয়ে যান দলটির বোলাররা। দারুণ ছন্দে থাকা রাজস্থান ব্যাটারদের বেধে ফেলেন মাত্র ১৪১ রানে। যশস্বী জয়সওয়াল, জস বাটলার থেকে শুরু করে কেউই সেই অর্থে রান তুলতে পারেননি। চেন্নাইয়ে ধীর গতির উইকেটে খাবি খেয়েছেন।

শেষদিকে রায়ান পরাগের ৩৫ বলে করা ৪৭ রানের সুবাদে কোনো রকমে স্কোরবোর্ডে লড়াই করার মতো পুঁজি পায় রাজস্থান। চেন্নাই বোলারদের মধ্যে সিমারজিৎ সিং ২৬ রান খরচায় তুলেছেন ৩ উইকেট।

লক্ষ্যটা ছোট হওয়ায় চেন্নাইয়ে ধীর গতির উইকেটে অযাচিত ঝুঁকি নেয়নি রুতুরাজ গায়গোয়াড়ের দল। ওপেনার রাচিন রবীন্দ্র ১৮ বলে ২৭ রান করে সাজঘরে ফিরলেও শেষ পর্যন্ত মাঠে থেকে খেলা শেষ করে আসেন রুতু। মাঝে অবশ্য ড্যারিল মিচেল, মঈন আলী ও শিবাম দুবেরা অল্প অল্প এগিয়ে দিয়ে যান রুতুকে।

শেষদিকে সামির রিজভিকে নিয়ে রুতু ম্যাচ শেষ করে আসেন ১০ বল বাকি থাকতে। দলের হয়ে রুতুর ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪২ রান। ৫ উইকেটের জয় পায় চেন্নাই। আর তাতে প্লে-অফের দৌড়ে আরেক ধাপ এগিয়ে যায় দলটি।

সম্পর্কিত খবর