আইপিএল ছাড়তে চাওয়াদের বেতন কাটার হুশিয়ারি গাভাস্কারের

আইপিএল ছাড়তে চাওয়াদের বেতন কাটার হুশিয়ারি গাভাস্কারের

চলছে আইপিএল। যা শেষ হবে আগামী ২৬ মে। যার ঠিক ৬ দিন পর মাঠে গড়াবে টি-টোয়েন্টির বিশ্ব আসর। আর এই আসর সামনে রেখে প্রতিটি দলই বিশ্বকাপের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে সতর্ক। যার ফলে আইপিএলের প্লে-অফের আগেই লিগ থেকে নিজেদের ক্রিকেটারদের সরিয়ে দেশে নিয়ে যেতে চান তারা। বিশ্রাম দিয়ে প্রস্তুত করতে চান বিশ্বকাপের জন্য।

বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড তো ঘোষণাই দিয়ে দিয়েছেন, প্লে অফের আগে স্কোয়াডের আছে অথচ আইপিএলেও খেলছে এমন ক্রিকেটারদের দেশে ফিরিয়ে নেবে তারা। যা নিয়ে বেশ চিন্তাতেই পড়তে হচ্ছে ফ্র্যাঞ্চাইজি মালিকদের। কেননা, কোটি কোটি টাকা খরচ করে প্লে-অফের মতো মহাগুরুত্বপূর্ণ ম্যাচে দলের তারকা ক্রিকেটারদের না পেলে যে বড় ক্ষতির মুখে পড়বে তারা। বিষয়টি বুঝেন ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার। আর এই পরিস্থিতি এড়াতে আইপিএল ছাড়তে চাওয়াদের বেতন কাটার হুশিয়ারি দিয়েছেন তিনি।

অথচ, নিলামে নাম দেওয়ার সময় পুরো মৌসুমের জন্যই নিজেদের প্রাপ্যতা ঘোষণা করে প্রতিটি ক্রিকেটার। যার ফলে ক্রিকেটারদের ওপর কিছুটা বিরক্ত গাভাস্কার। যা নিয়ে তিনি বলেন, ‘আমি সবসময়ই দেশের হয়ে খেলাকে প্রাধান্য দিই, কিন্তু কোনো নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজিকে পুরো মৌসুমে খেলার আশ্বাস দেওয়ার পর সেটি না মানা মানেই দলটিকে বিপদে ফেলে দেওয়া। অথচ দেশের হয়ে খেলতে গিয়ে কয়েক মৌসুমেও যা পাবে না, সেটাই এখানে এক মৌসুমে পাচ্ছে। এজন্য কেবল ওই ক্রিকেটারের কিছু বেতনই নয়, বোর্ডকেও টাকা না দেওয়া উচিত। বিভিন্ন ক্রিকেটারের চুক্তির ১০ শতাংশ কমিশন বোর্ড পেয়ে থাকে।’

গাভাস্কার আরও বলেন, ‘নিশ্চয়তা দেওয়ার পরও ক্রিকেটারদের খেলতে না দেওয়া বোর্ডকে এই আর্থিক শাস্তি দেওয়া দরকার। কেবল আইপিএল থেকেই বোর্ডগুলো ক্রিকেটারপ্রতি ১০ শতাংশ করে কমিশন পায়, অন্য কোথাও এই সুযোগ নেই। এজন্য কি বিসিসিআই ন্যূনতম ধন্যবাদও পায়?’

সম্পর্কিত খবর