মুশফিকের পর ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউটের শিকার জাদেজা

মুশফিকের পর ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউটের শিকার জাদেজা

নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউটের শিকার হয়েছিলেন মুশফিকুর রহিম। কাইল জেমিসনের বলে ব্যাকফুটে খেলতে গিয়ে বল ব্যাটে লেগে মাটিতে পড়ে বাউন্স খায়। পরে সেই বলটি ইচ্ছাকৃতভাবে ডান হাত দিয়ে ধরেন মুশফিক। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউটের শিকার হন ‍মুশফিক। এবার আইপিএলে একই আউটের শিকার হয়েছেন চেন্নাই সুপার কিংসের রবীন্দ্র জাদেজা।

ম্যাচের ১৬ তম ওভারে আবেশ খানের বল থার্ড ম্যান অঞ্চলে ঠেলে দিয়ে দুই রানের জন্য দৌড়ান জাদেজা। তবে অন্যপ্রান্তে রুতুরাজ এক রান নিয়েই স্থির থাকেন। উইকেটের মাঝপথে থাকা জাদেজাকে নিজেকে বাঁচাতে ফিরে আসতে হয় নন স্ট্রাইকিংয়ের দিকে। আর এদিকে বল ধরে স্টাম্পের দিকে মারেন রাজস্থানের উইকেটকিপার স্যাঞ্জু স্যামসন। যা গিয়ে আঘাত হানে জাদেজার হাতে।

আম্পায়ার মনে করেন, আউট হওয়া থেকে বাঁচতে জাদেজা ইচ্ছাকৃতভাবে বলের গতিপথ থামিয়েছেন। অর্থ্যাৎ,ইচ্ছাকৃতভাবেই বল স্টাম্পে যাওয়া আটকেছেন তিনি। পরে তৃতীয় আম্পায়ার রিপ্লে দেখে নিশ্চিত করেন জাদেজা বল আটকেছেন। পরে জাদেজাকে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট দেওয়া হয়। বিষয়টি অবশ্য মানতে পারেননি জাদেজা। ক্ষোভ নিয়েই ৭ বলে ৫ রান করে সাজঘরের পথ ধরতে হয়েছে তাকে। অবশ্য পরে তার দল চেন্নাই পেয়েছে ৫ উইকেটের বড় জয়।

আইপিএলে অবশ্য এমন আউট এবারই প্রথম নয়। এ নিয়ে তৃতীয়বারের মতো এ ধরনের আউট দেখা গেছে। এর আগে ২০১৯ সালে, হায়দরাবাদের বিপক্ষে দিল্লির অমিত মিশ্রর এবং ২০১৩ সালে কলকাতার ইউসুফ পাঠান এ ধরনের আউটের শিকার হয়েছিলেন।

সম্পর্কিত খবর