বাংলাদেশ বিশ্বকাপ দল ঘোষণা সোমবার
প্রায় সব দেশ বিশ্বকাপের দল ঘোষণা করে ফেলেছে। বাংলাদেশ কবে করছে। এই প্রশ্নের উত্তরে বিসিবির এক শীর্ষকর্তা রোববার রাতে স্পোর্টস বাংলাকে নিশ্চিত করে জানান তাসকিনের ইনজুরি কোন পর্যায় রয়েছে সেই তথ্য নিশ্চিত হওয়ার জন্য আমরা অপেক্ষা করছি। সোমবার সকালে তাসকিনের স্ক্যান রিপোর্ট পাওয়া যাবে। সেই রিপোর্টের ওপরই নির্ভর করছে বিশ্বকাপ দলে তিনি থাকছেন কিনা। সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পরপরই সোমবার ১৩ মে বিসিবি বিশ্বকাপের দল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে।
বিশ্বকাপের জন্য পনের জনের দলে কারা থাকছেন সেই তালিকা প্রায় সবারই জানা। এই দলে বড় কোনো চমক থাকছে না সেটা নিশ্চিত। ফর্মে না থাকলেও লিটন দাসকে নিয়েই যে বিশ্বকাপ দল হচ্ছে সেটাও প্রায় নিশ্চিত। ওপেনিং পজিশনে তরুণ ক্রিকেটার তানজিদ হাসান তামিমের সঙ্গে সৌম্য সরকারও যোগ দিচ্ছেন তৃতীয় ওপেনার হিসেবে। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে মোহাম্মদ সাইফুদ্দিনের জায়গাটা অটোমেটিক। স্পিনার বিভাগে থাকছেন শেখ মেহেদি ও রিশাদ হোসেন। স্পিন অলরাউন্ডার সাকিব আল হাসান তো থাকছেনই দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার হয়ে। মিডলঅর্ডারে তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিকের ওপরই আস্থা রাখছে দল।
আর পেস বোলিং বিভাগে মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিবের সঙ্গে দলে চলে আসার সম্ভাবনা রয়েছে হাসান মাহমুদের। তাসকিন আহমেদ ইনজুরির কারণে বিশ্বকাপে যেতে না পারলে হাসান মাহমুদই হবেন তার বিকল্প।