দাপুটে জয়ের মাধ্যমে সিরিজ রক্ষা করল পাকিস্তান

দাপুটে জয়ের মাধ্যমে সিরিজ রক্ষা করল পাকিস্তান

জয় ছিনিয়ে নিতেই যেন এদিন মাঠে নেমেছিল সফরকারী পাকিস্তান। যদিও জয় ছাড়া উপায় ছিল না তাদের হাতে, কারণ তিন ম্যচ সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের সঙ্গে হেরে পিছিয়ে ছিল বাবর আজমের দল। তবে রবিবার রাতে সিরিজের দ্বিতীয় ম্যাচে নিজেদের সেরা খেলাটাই যেন দেখাল পাকিস্থানের ক্রিকেটাররা। ১৯ বল হাতে রেখে ৭ উইকেটের দাপুটে জয় পেয়েছে তারা। এতে ১-১ সমতায় জমে উঠল সিরিজ।

ডাবলিনে এদিন টসে জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক বাবর। ওপেনিং জুটির ব্যর্থতার পর দলের হাল ধরেন আইরিশ উইকেটরক্ষক ব্যাটার লর্কান টাকার। খেলেন ৩৪ বলে ৫১ রানের দারুণ এক ইনিংস। শেষে গ্যারেথ ডেলানির ১০ বলে ২৮ রানের ক্যামেও ইনিংসের পর আয়ারল্যান্ডের দলীয় সংগ্রহ দাঁড়ায় ১৯৩ রান।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারে ওপেনার সাইম আইয়ুব ও দ্বিতীয় ওভারে অধিনায়ক বাবর আজম সাজঘরে ফেরত যান। পাকিস্তানকে চাপে ফেলার পথেই ছিল স্বাগতিক বোলাররা। তবে পাকিস্তানের আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ান যেন ছিলেন অন্য মেজাজে। উইকেটের আরেক প্রান্তে ফখর জামানকে সঙ্গে নিয়ে গড়েন ১৪০ রানের জুটি।

মূলত রিজওয়ান-ফখর জুটির তাণ্ডবেই ম্যাচ ফসকে যায় স্বাগতিকদের হাত থেকে। শেষে ফখর সাজঘরে ফেরত গেলে ১০ বলে ৩০ রানের ঝোড়ো একটি ইনিংস খেলার মাধ্যমে দলকে জয়ের বন্দরে পৌঁছে নেন আজম খান। ৪৬ বলে অপরাজিত ৭৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলার মাধ্যমে ম্যাচসেরা হন রিজওয়ান।

সিরিজে নির্ধারনী ম্যাচটি মাঠে গড়াবে আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮টায়।

সংক্ষিপ্ত স্কোরঃ

আয়ারল্যান্ডঃ ১৯৩/৭ (২০ ওভার); টাকার ৫১, ডেলানি ২৮*; শাহিন ৩-৪৯, আব্বাস ২-৩৩।

পাকিস্তানঃ ১৯৫/৩ (১৬.৫ ওভার); ফখর ৭৮, রিজওয়ান ৭৫*; হোয়াইট ১-৩৯, গ্রাহাম ১-৩২।

ফলাফলঃ পাকিস্তান ৭ উইকেটে জয়ী।

ম্যাচসেরাঃ মোহাম্মদ রিজওয়ান।

সম্পর্কিত খবর