লেভারকুসেন ফিফটিতে নটআউট

লেভারকুসেন ফিফটিতে নটআউট

রেকর্ড, কীর্তি, মাইলফলক। একের পর এক ম্যাচে এই তিনের কোনো একটি বিশেষণ যেন জুড়েই যাচ্ছে বায়ার লেভারকুসেনের নামে। শুরুতে জার্মান কোনো ক্লাব হিসেবে অপরাজিত যাত্রার রেকর্ড, বায়ার্ন মিউনিখের ১১ বছরের লিগ রাজত্ব থামিয়ে শিরোপা জয় এবং গত সপ্তাহে তো পুরো ইউরোপীয় ক্লাব ফুটবলেই ইতিহাস গড়ে জাবি আলোনসোর দলটি। বেনফিকার ৫৯ বছরের রেকর্ড ছাড়িয়ে ৪৯ ম্যাচ অপরাজিত থেকে ইউরোপের কোনো ক্লাব হিসেবে সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডটি নিজেদের করে লেভারকুসেন। এবার অপরাজিত যাত্রার ‘ফিফটি’র মাইলফলক স্পর্শ করলো তারা। 

বুন্দেসলিগায় গত রাতের ম্যাচে বোখুমকে ৫-০ গোলে উড়িয়েছে লেভারকুসেন। এতেই টানা ৫০ ম্যাচে অপরাজিত থাকার অনন্য মাইলফলক স্পর্শ করেছে তারা। 

এবার আরও একটি ইতিহাস গড়ার পথে জার্মান জায়ান্টরা। বুন্দেসলিগায় তাদের বাকি আর এক ম্যাচ। সেই ম্যাচে অপরাজিত থাকলেই লিগ ইতিহাসের প্রথম ক্লাব হিসেবে অপরাজিত থেকে মৌসুম শেষের কীর্তি গড়বে লেভারকুসেন। আগামী শনিবার অগসবুর্গের বিপক্ষে লিগের শেষ ম্যাচে নামবে জাবি আলোনসোর দল। লিগে ৩৩ ম্যাচে লেভারকুসেনের পয়েন্ট ৮৭। এর মধ্যে ২৭টি ম্যাচে জয় এবং বাকি ৬টি ম্যাচ ড্র করেছে তারা। 

লিগ শিরোপার পর লেভারকুসেনের নজর এবার ট্রেবলে। আগামী ২৩ মে ইউরোপা লিগের ফাইনালের আতালান্তার বিপক্ষে নামবে লেভারকুসেন। তার একদিন পরই ২৫ মে ডিএফবি-পোকালের (জার্মান কাপ) ফাইনালে কাইজারস্লাটার্নের বিপক্ষে লড়বে তারা। সেই দুটি শিরোপা নিজেদের করে ‘ট্রেবল’ জয়ের খেতাব নিয়েই মৌসুম শেষ করতে চায় তাদের কোচ জাবি আলোনসো। সঙ্গে লিগের শেষ ম্যাচে অপরাজিত থেকে বুন্দেসলিগার ইতিহাস গড়ার হাতছানি তো থাকছেই।

সম্পর্কিত খবর