তাসকিনের জন্য অপেক্ষা, বিশ্বকাপ দল ঘোষণা মঙ্গলবার
টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়ানোর বাকি নেই ২০ দিনও। আসর সামনে রেখে প্রায় সবাই দল ঘোষণা করে ফেলেছে এরইমধ্যে। তবে বাংলাদেশ এখনও তাদের ১৫ জনের স্কোয়াড ঠিক করতে পারেনি। এরমধ্যে নতুন করে নির্বাচকদের দুশ্চিন্তা বাড়িয়েছেন স্কোয়াডে অবধারিতভাবে জায়গা পেতে যাওয়া তাসকিন আহমেদ। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে পাঁজরে চোট পান তিনি।
সব ঠিক থাকলে জিম্বাবুয়ে সিরিজের পরপরই ১৫ সদস্যের বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করার কথা ছিল নির্বাচকদের। তবে শেষ পর্যন্ত সেটি সম্ভব হয়নি তাসকিনকে নিয়ে শঙ্কা থাকায়। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে চোটের কারণে মাঠে নামতে পারেননি তিনি। যেতে হয়েছে হাসপাতালে। সেখানে স্ক্যান করালে পাঁজরের হাড়ে চিড় পাওয়া যায়। যা বিসিবির চিন্তা আরও বাড়িয়েছে।
এই অবস্থায় বিশ্বকাপের ২০ দিন বাকি থাকতে তাসকিন চোট সারিয়ে মাঠের ক্রিকেটে ফিরতে পারবেন কিনা। বা সব মিলিয়ে পুরোপুরি সুস্থ হয়ে মাঠের ক্রিকেটে ফিরতে কতদিন সময় লাগবে তা জানতে দেশে ও যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের সঙ্গেও কথা বলছে বিসিবি। যার ফলে দল ঘোষণায় কিছুটা বিলম্বিত হচ্ছে। তবে সেটা বেশি দীর্ঘায়ত করতে চাই না বিসিবি। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা নাগাত বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার কথা জানিয়েছে বিসিবি।
তবে তাসকিনকে কোনোভাবে মিস করলে তার জায়গায় বিকল্প কে হবেন, তা এরইমধ্যে চূড়ান্ত করে ফেলেছে বিসিবি। দলও প্রায় প্রস্তুত। সেখানে তাসকিন আহমেদকে নিয়ে কেবল অপেক্ষা করছে বিসিবি। যে ব্যাপারে আজ রাতেই হতে পারে সিদ্ধান্ত। তাসকিনের মেডিকেল রিপোর্ট হাতে পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবি। সেক্ষেত্রে তাসকিন ফিরতে পারলে তাকে নিয়েই দেওয়া হবে দল। অন্যদিকে কোনো কারণে সে চোটের কারণে ফিরতে না পারলে সুযোগ পাবে নতুন কেউ।