শামির পর এবার শেবাগের প্রতিবাদ

শামির পর এবার শেবাগের প্রতিবাদ

আইপিএলে লক্ষ্নৌ সুপার জায়ান্টসের দেওয়া ১৬৫ রানের টার্গেট মাত্র ৯.৪ ওভারে টপকে যায় সানরাইজার্স হায়দরাবাদ। দলের এমন অসহায় আত্মসমর্পণ সহজভাবে নিতে পারেননি ফ্র্যাঞ্চাইজিটির মালিক সঞ্জীব গোয়েঙ্কা। ম্যাচ শেষে দলের অধিনায়ক লোকেশ রাহুল ও কোচের ওপর প্রকাশেই ক্ষোভ ঝেড়েছেন তিনি। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উঠে নিন্দার ঝড়।

বিষয়টি নিয়ে দিন তিনেক আগেই নিজের ক্ষোভ ঝেড়েছিলেন মোহাম্মদ শামি। এবার ক্ষোভ ঝেড়েছেন ভারতের আরেক সাবেক তারকা ক্রিকেটার বীরেন্দ্রর শেবাগ। গোয়েঙ্কা আইপিএল থেকে ৪০০ কোটি রুপি আয় করে বলে জানান তিনি। সেই সাথে বলেন আপনি কেবল আপনার ব্যবসা বুঝেন। ক্রিকেটারদের নয়।

শেবাগ বলেন, ‘এই সব ব্যবসায়ীরা বোঝে শুধু লাভ-ক্ষতি। কিন্তু এখানে তো তাঁর কোনো ক্ষতিও হয়নি। তাহলে কী নিয়ে এত ক্ষুব্ধ তিনি? আপনি ৪০০ কোটি রুপি আয় করেন। এটা এমন ব্যবসা, যেখানে আপনার নিজের কিছুই করার নেই। এখানে কাজ করার জন্য অন্যরা আছে। যা-ই ঘটুক না কেন, আপনি তো লাভ করছেন।’

ফ্র্যাঞ্চাইজি মালিকদের ক্রিকেটারদের প্রতি কেমন আচরণ করা উচিত সেটিও জানিয়েছেন শেবাগ, ‘আপনার কাজ খেলোয়াড়দের উদ্দীপিত করা। যে ঘটনাটা ঘটেছে, এই খেলোয়াড় চলে যেতে চাইলে তো নেওয়ার জন্য আরও ফ্র্যাঞ্চাইজি আছে। আর আপনি যদি একজন খেলোয়াড়কে হারিয়ে ফেলেন, আপনার জেতার সুযোগ তো শূন্য।’

এর আগে, লোকেশ রাহুলকে মাঠে ধমক দেওয়া নিয়ে লক্ষ্ণৌ মালিক সঞ্জীব গোয়েঙ্কারের প্রতি ক্ষোভ জানিয়ে মোহাম্মদ শামি বলেছিলেন, ‘খেলোয়াড়দের সম্মান আছে। আর আপনিও একজন সম্মানিত ব্যক্তি, ফ্র্যাঞ্চাইজির মালিক। অনেক লোক আপনাকে দেখছে এবং আপনার কাছ থেকে শিখছে। ক্যামেরার সামনে যদি এসব ঘটে...তখন এটা লজ্জার বিষয় হয়ে যায়।

সম্পর্কিত খবর