ঘরের মাঠে বিশ্বকাপ, রোমাঞ্চিত জ্যোতি

ঘরের মাঠে বিশ্বকাপ, রোমাঞ্চিত জ্যোতি

চলতি বছর নারী টি-টোয়েন্টির বিশ্ব আসর বসবে বাংলাদেশের মাটিতে। যেখানে অংশ নেবে ১০টি দল। আসর শুরু হবে আগামী ৩ অক্টোবর। ঘরের মাঠে ক্রিকেটের এমন বিশ্ব আসর নিয়ে রোমাঞ্চিত বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বিশ্বকাপ নিয়ে দলের ক্রিকেটাররা কতটা রোমাঞ্চিত তা ফুটে উঠেছে জ্যোতির কথায়।

বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও ভারতের মতো দলের বিপক্ষে সিরিজ খেলেছে বাংলাদেশ। সেই সিরিজের ফল নিজেদের পক্ষে না আসলেও ঘরের মাঠে বিশ্বকাপ বলেই সমর্থকদের সামনে দারুণ কিছুর প্রত্যাশা তার।

জ্যোতি বলেন, এটা দলের জন্য একটি বিশাল মুহূর্ত। ঘরের মাঠে বিশ্বকাপ দলের অংশ হতে পারা দলের প্রতিটি সদস্যের জন্য গর্বিত মুহূর্ত। দলের তরুণ ক্রিকেটারদের জন্য এটি একটি চমৎকার অভিজ্ঞতা হতে যাচ্ছে। আশা করি ম্যাচ দেখতে অনেক মানুষ আসবে। কেননা, বাংলাদেশি জনগণের ভালোবাসা ও সমর্থনের কারণে আমরা আজ এখানে এসেছি।


এ নিয়ে দ্বিতীয়বারের মতো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে যাচ্ছে বাংলাদেশে। ২০১৪ সালেও টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছিল বাংলাদেশ। যেখানে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম জয় পেয়েছিল বাংলাদেশ। সেই স্মৃতির কথা স্মরণ করে জ্যোতি বলেন, ‘সেই বছর আমরা বিশ্বকাপে আমাদের প্রথম ম্যাচ জিতেছিলাম, তাই এটি আমাদের জন্য খুব বিশেষ ছিল। যদিও আমি দলে ছিলাম না, আমি খুব ছোট ছিলাম। তবে এটি দলের জন্য একটি দুর্দান্ত স্মৃতি ছিল।’

ঘরের মাঠে বিশ্বকাপ। স্বভাবিকভাবেই যেখানে থাকবে বাড়তি মিডিয়া। ভালো খেললে হবে আলোচনা। দর্শক সংখ্যাও বাড়বে অন্য যেকোনো সিরিজের তুলনায়। আর বিশ্বকাপের মঞ্চে এই সুযোগটিই কাজে লাগাতে চান জ্যোতি। বিশ্বকাপ উন্মাদনা কাজে লাগিয়ে তরুণ প্রজন্মকে ক্রিকেটে আনতে চান তিনি। টানতে যান দর্শক। যা জানিয়ে জ্যোতি বলেন, ‘আমাদের এখানে মিডিয়া কভারেজ অনেক। আর তাছাড়া আমরা যখন এত লোকের সামনে খেলব তখন আরও দর্শক বাড়বে। যা এই খেলাটিকে আরও এগিয়ে নিয়ে যাবে। তরুণ ক্রিকেটারদের উদ্বুদ্ধ করবে। আর বিশ্বকাপ থেকে আমি এটাই চাই।’

সম্পর্কিত খবর