আইপিএল মাতিয়ে এবার এলপিএলে মুস্তাফিজ

আইপিএল মাতিয়ে এবার এলপিএলে মুস্তাফিজ

দুর্দান্ত একটা আইপিএল মৌসুম কাটিয়ে দেশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি ম্যাচ খেলে প্রস্তুতি সেরেছেন বিশ্বকাপের। এর মধ্যেই ফের সুখবর পেলেন বাংলাদেশের তারকা এই পেসার।

মুস্তাফিজকে দলে টেনেছে লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) দল ডাম্বুলা থান্ডার্স। বিদেশী ক্রিকেটারদের ক্যাটাগরিতে আইকন প্লেয়ার হিসেবে মুস্তাফিজকে দলে টেনেছে ডাম্বুলা। ফলে প্রথমবারের মতো এলপিএলেও দেখা যাবে ফিজ ঝলক। তবে ফিজকে পেতে ঠিক কত টাকা খরচ করেছে ফ্র্যাঞ্চাইজিটি, সেটি অবশ্য জানা যায়নি।

এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন মুস্তাফিজ। যেখানে আইপিএলকে বিদায় বলার আগে ৯ ম্যাচে ১৪ উইকেট ছিল তার। আইপিএল ছাড়ার দিনও টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট ছিল মুস্তাফিজের নামের পাশে। এমন পরীক্ষিত পারফর্মারকে তাই দলে টানতে নিলাম পর্যন্ত অপেক্ষা করেনি ডাম্বুলা। নিলামের আগেই সরাসরি আইকন ক্রিকেটার হিসেবে মুস্তাফিজকে দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি।

মুস্তাফিজকে দলে টানার বিষয়টি ফ্র্যাঞ্চাইজিটি নিশ্চিত করেছে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে মুস্তাফিজ ঝলক দেখতে থান্ডানস ভক্তদের প্রস্তুত হওয়ার আহবানও জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। মুস্তাফিজকে নিয়ে তারা লিখেছে, ‘মুস্তাফিজুর রহমানকে বিদেশী আইকন প্লেয়ার হিসেবে পেয়ে ডাম্বুলা থান্ডার্স গর্বিত। ম্যাচে তার গতির চমকপ্রদ বৈচিত্র্য এবং খেলাটির প্রতি তার আত্মনিবেদন অসামান্য! গর্জন করতে প্রস্তুত হোন থান্ডার্স ভক্তরা!’

সম্পর্কিত খবর