আইপিএলের প্লে-অফে থাকছেন না ইংলিশ ক্রিকেটাররা, ক্ষুব্ধ গাভাস্কার
আইপিএলের পরই বিশ্বকাপ শুরু। বিশ্বকাপে ইংল্যান্ডের যে স্কোয়াড সেটার ১৫ জনের আট জনই ব্যস্ত আইপিএলে। স্কোয়াড ঘোষণার পর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আগেই জানিয়েছে পাকিস্তান সিরিজের কারণে, আইপিএলের প্লে-অফে থাকছেন না ইংলিশ ক্রিকেটাররা।
আইপিএলের মাঝপথে এমন শর্ত জুড়ে দেওয়ায়, বেশ ক্ষুদ্ধ ভারতের সাবেক ক্রিকেটার এবং ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার। সম্প্রতি মিড ডে-তে লেখা এক কলামে ইসিবির ওপর ক্ষোভ ঝেড়েছেন এই ইন্ডিয়ান।
সেখানে তিনি লিখেন, ‘এখন পর্যন্ত ইসিবি ছাড়া অন্য কোনো বোর্ডের কথা শুনিনি, যারা বিশ্বকাপের প্রস্তুতি ও বিশ্রামের জন্য খেলোয়াড়দের ডেকে নিতে বলছে। নিলাম হওয়ার আগেই বিসিসিআই সব বোর্ডের সঙ্গে খেলোয়াড়দের পুরো মৌসুম পাওয়া নিয়ে কথা বলেছে। কারণ, আইপিএলের কদিন পরই বিশ্বকাপ শুরু হবে, এটা জানা ছিল। বোর্ডগুলোর নিশ্চয়তার পরই বিসিসিআই ফ্র্যাঞ্চাইজিগুলোকে খেলোয়াড়েরা কত দিন থাকবে, জানিয়েছে।‘
এমন পরিস্থিতিতে খেলোয়াড়রা দল ছাড়লে তাদের বেতন কেটে রাখা এবং বিসিসিআই কর্তৃক ওই দেশের বোর্ডের পাওয়া অর্থ থেকে জরিমানার পরামর্শ তার। সেটা যেকোনো দেশের ক্ষেত্রেই এমনটার পক্ষে তিনি।
‘খেলোয়াড়কে যে টাকা দেওয়া হয়, ফ্র্যাঞ্চাইজিকে সেটা থেকে কাটলেই হবে না, বোর্ডকেও খেলোয়াড় বাবদ পাওনা টাকা দেওয়া যাবে না। বোর্ড প্রত্যেক খেলোয়াড়ের জন্য ১০ শতাংশ করে কমিশন পেয়ে থাকে। বোর্ড পুরো মৌসুম খেলার নিশ্চয়তা দিয়ে থাকলে তাদেরও জরিমানা করা দরকার। এই ১০ শতাংশ টাকা শুধু আইপিএলই দেয়। অন্য কোনো লিগই তো দেয় না। এই উদারতার জন্য বিসিসিআই কি কোনো ধন্যবাদ পায়? তা তো নয়।‘
আইপিএলের প্লে অফ শুরু হবে আগামী ২১মে থেকে। ফাইনাল ২৬ মে। ইংল্যান্ডের পাকিস্তান সিরিজ শুরু ২২ মে থেকে। অন্যদিকে বিশ্বকাপ শুরু ০১ জুন থেকে।