প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে ক্যামব্রিয়ান-কদমতলা

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে ক্যামব্রিয়ান-কদমতলা

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ঢাকা মেট্রো পর্বের ফাইনাল নিশ্চিত করেছে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ এবং কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ।

মিরপুর সিটি ক্লাব গ্রাউন্ডের প্রথম সেমিফাইনালে গ্লোরি স্কুল অ্যান্ড কলেজকে ৩৫ রানে হারিয়েছে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। শুরুতে দ্রুত উইকেট হারানোর কারণে খুব বেশি রান তুলতে না পারলেও শেষ দিকের ঝড়ো ব্যাটিংয়ে ক্যামব্রিয়ান স্কুলের স্কোরবোর্ডে জমা হয় ১৫২ রান।

দলের হয়ে ২৭ বলে ৪০ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন মাহাদি। জবাব দিতে নেমে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের বোলারদের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে সবকটি ওভার খেলেও ১১৭ রানের বেশি করতে পারেনি গ্লোরি স্কুল অ্যান্ড কলেজ।

অন্য সেমিফাইনালে কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজের বিপক্ষে হেরেছে বাড্ডা আলাতুন্নেছা উচ্চ বিদ্যালয়। আগে ব্যাট করে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ৭৩ রানে গুটিয়ে যায় বাড্ডা আলাতুন্নেছা উচ্চ বিদ্যালয়। দলের পক্ষে সর্বোচ্চ ২২ রান করে শাবাব।

জবাবে শুরুটা ভালো না হলেও শেষদিকে দায়িত্ব নিয়ে ম্যাচ শেষ করে এসেছেন হোসেন। তার অপরাজিত ২৭ রানের ইনিংসে ভর করে রোমাঞ্চকর লড়াই শেষে ফাইনালে উঠে কদমতলা।

সম্পর্কিত খবর