বিশ্বকাপে বাংলাদেশকে সিকান্দার রাজার ‘শুভকামনা’
আবার হবে তো দেখা হবে, এ দেখাই শেষ দেখা নয়তো- গানের লাইনের মতোই আবার খেলতে চাওয়ার আকুতি জানিয়ে বাংলাদেশ সফরের ইতি টানলেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। বিদায় বেলায় আতিথেয়তার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে নাজমুল শান্তর দলকে শুভকামনা জানালেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা হয়নি জিম্বাবুয়ের। তবে বিশ্বকাপে জায়গা না হলেও নতুন করে ঘুরে দাঁড়াতে চায় দলটি। জিম্বাবুয়ের সেই নতুন শুরুটা হয়েছিল বাংলাদেশ সফরের মধ্যে দিয়ে। যেই সফরে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে তারা। সফরে কেবল একটি মাত্র জয় পেলেও বাংলাদেশের বিপক্ষে দারুণ লড়াই করেছে জিম্বাবুয়ের তরুণ দল। যাদের নিয়েই ভবিষ্যৎতে দারুণ কিছুর স্বপ্ন দেখছেন অধিনায়ক রাজা।
বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরেও তাই শেষ বেলায় জয় পাওয়ায় তৃপ্ত ছিলেন রাজা। বলেছিলেন, ‘অধিনায়ক হিসেবে আরও দু–একটি ম্যাচ জিততে চাইতাম। তবে জয় নিয়ে সফর শেষ করতে পারায় আমি আনন্দিত। আমাদের দলটা তরুণ। আগেও বলেছিলাম, দলে আমি অবদান রাখতে পারছিলাম না। আজ পেরেছি। ৪-১ ব্যবধানে সিরিজ হারলেও দলকে নিয়ে আমি অনেক গর্বিত। আশা করি ভবিষ্যৎতে এই তরুণ ক্রিকেটাররা জিম্বাবুয়ে ক্রিকেটকে অনেক দূর নিয়ে যাবে।’
এমনিতেও বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে রাজার সম্পর্কটা বেশ দৃঢ়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে প্রায় নিয়মিতই খেলেন রাজা। যার সুবাদে প্রতিবছরই বাংলাদেশে পা পড়ে তার। যে কারণে বাংলাদেশের প্রতি রাজার এই ভালো লাগা। এবার তো রাজা তার ছেলেকেও সঙ্গে এনেছিলেন। বিদায় বেলায় তাই কিছুটা আবেগী রাজা।
সামাজিকযোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে রাজা বলেন, ‘আমাদের আতিথেয়তা দেয়ার জন্য বাংলাদেশকে ধন্যবাদ। বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলকে শুভ কামনা। আমার দল, পরিবার এবং আমি যে ধরনের ভালোবাসা পেয়েছি সব কিছুর জন্য বাংলাদেশিদের অনেক ধন্যবাদ। এটার জন্য আমি সবসময় কৃতজ্ঞ থাকব। আমি তোমাদের ভালোবাসি। ইনশাআল্লাহ আমাদের আবারও দেখা হবে।’