বৃষ্টিতে গুজরাটের স্বপ্নভঙ্গ, কলকাতার শীর্ষস্থান নিশ্চিত

বৃষ্টিতে গুজরাটের স্বপ্নভঙ্গ, কলকাতার শীর্ষস্থান নিশ্চিত

খেলাটা নরেন্দ্র মোদি স্টেডিয়ামে না হয়ে ইডেন গার্ডেন্সে হলেই যেন খুশি হতো গুজরাট টাইটান্স। বৃষ্টির পর যে সেখানে খেলা শুরু হতে সময় লাগে মোটে আধঘণ্টার মতো! গতকাল গুজরাটের ঘরের মাঠে বৃষ্টি থেমে এলেও ড্রেনেজ সিস্টেমের জন্য ম্যাচটা আর মাঠেই গড়াল না! আর তাতেই টানা তৃতীয় মৌসুমে নিদেনপক্ষে প্লে অফে খেলার কীর্তি গড়া হলো না গুজরাটের, তার আগেই বিদায়ঘণ্টা বেজে গেল তাদের।
ওদিকে এই ম্যাচ সুবিধা করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্সের। দুই দলই এই ম্যাচ থেকে পেয়েছে এক পয়েন্ট। শীর্ষস্থান নিশ্চিত হয়ে গেছে তাদের। ফলে প্রথম কোয়ালিফায়ারও নিশ্চিত হয়ে গেছে শ্রেয়াস আইয়ারদের। বিষয়টা কলকাতাকে একটা সুখস্মৃতিও মনে করিয়ে দিচ্ছে। দলটা লিগের শীর্ষ দুই দলের একটা হয়ে দুই বার শেষ চারে গেছে। দুবারই তারা আইপিএল জিতেছে।
এই ম্যাচটা গুজরাটের শেষ ‘হোম’ ম্যাচ ছিল। এই ম্যাচে দলটার ক্যান্সার সচেতনতা বাড়াতে ল্যাভেন্ডার রঙা বিশেষ জার্সি পরে নামার কথা ছিল। শুভমান গিল তা নেমেওছিলেন। কিন্তু শেষমেশ এই জার্সি পরে আর খেলা হলো না। টসই যে হতে দিল না বৃষ্টি! শেষমেশ ল্যাপ অফ অনার যখন দিচ্ছিল গুজরাট, তখন জার্সিটা খুলে এক খুদে ভক্তের হাতে তুলে দেন শুভমান।
এই ম্যাচের পর আইপিএল থেকে বিদায় নেওয়া দলের কাতারে চলে এল শেষ ২০২২ সালের চ্যাম্পিয়ন ও গেল বারের রানার্স আপ গুজরাট। সেখানে তাদের জন্য আগে থেকেই অপেক্ষা করছিল মুম্বাই ইন্ডিয়ান্স আর পাঞ্জাব কিংস।
এদিকে ৯ জয়ে ১৯ পয়েন্ট নিয়ে কলকাতা আছে শীর্ষে। দুইয়ে থাকা রাজস্থানের পয়েন্ট ১৬, তাদের হাতে ম্যাচ আছে দুটো, তবে তাদেরও প্লে অফ নিশ্চিত হয়নি এখনও, বিদায়ের শঙ্কাটা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না তাদের। ফলে দুই, তিন আর চার এই তিনটা জায়গার জন্য লড়াই করছে ছয়টা দল। রাজস্থান, চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস ও লখনৌ সুপার জায়ান্টস।

সম্পর্কিত খবর