এক মাস পর ক্লিনশিট, দুইয়ে ফিরল বার্সেলোনা

এক মাস পর ক্লিনশিট, দুইয়ে ফিরল বার্সেলোনা

ক্লিন শিট, গোল না খেয়ে ম্যাচ শেষ করা। এই স্বাদটা কেমন, সেটা যেন ভুলতেই বসেছিল বার্সেলোনা। সেই ১৪ এপ্রিল কাদিজের বিপক্ষে জয়ের পর থেকে প্রতি ম্যাচেই যে দলটা হজম করে বসছিল গোল। শেষ চার ম্যাচে ১৩ গোল হজম করেছে দলটা। অবশেষে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে সে বৃত্ত থেকে বেরিয়ে এসেছে দলটা। ২-০ গোলের জয়ে তারা উঠে এসেছে টেবিলের দুইয়ে।
ম্যাচের শুরুটা অবশ্য এমন সাবলীল ছিল না বার্সার। তার সুযোগ নিয়ে প্রথম সুযোগটা তৈরি করেছিল সফরকারী সোসিয়েদাদই। পাঁচ মিনিটের মাথায় বক্সের ভেতরে বল পেয়েছিলেন শেরালদো বেকার, তবে বলটা তিনি পাঠান বাইরে।
এরপর সময় যত গড়িয়েছে, বার্সা একের পর এক আক্রমণে উঠতে শুরু করেছে। তবে তা গোলে রূপ দেওয়া হয়নি তাদের। সোসিয়েদাদ জমাট রক্ষণে আক্রমণগুলো ঠেকাচ্ছিল। 
তবে ৩৯ মিনিটে এসে ভাগ্য খোলে বার্সার। রবার্ট লেভান্ডভস্কির বাড়ানো বল ধরে ইলকায় গুন্দোয়ান খুঁজে বের করেন লামিন ইয়ামালকে। শেষ কিছু দিন ধরে দারুণ ছন্দে থাকা ইয়ামাল দারুণ দক্ষতায় বল পাঠান জালে।
দ্বিতীয়ার্ধেও বার্সা সুযোগ তৈরি করছিল বেশ। তবে ফিনিশিংয়ের ব্যর্থতায় দলটা গোলের দেখা পাচ্ছিল না। ৮৮ মিনিটে পেনাল্টি পায় বার্সেলোনা। রাফিনিয়ার ফ্রি কিক হাতে লেগে যায় সোসিয়েদাদ ডিফেন্ডার আলভারো অদ্রিওজোলার। ভিএআর পরীক্ষার পর পেনাল্টি পায় বার্সা। সেখান থেকে গোলটা করেন রাফিনিয়া। ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।
এই জয়ের ফলে কাতালানরা উঠে এসেছে টেবিলের দ্বিতীয় স্থানে। ৩৫ ম্যাচে তাদের পয়েন্ট ৭৬। তাদের পরেই আছে জিরোনা, তাদের পয়েন্ট সমান ম্যাচে ৭৫। আর রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৯০।

সম্পর্কিত খবর