ম্যাচে ফেরার বার্তা দিলেন সালাহউদ্দিন
ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট! সেখানে কী হবে সেটা প্রত্যাশিত ছিল আজকের আগের দিন অব্দি। তবে আজ সিলেটে যা হল সেটাতে সবাই অবাক না হয়ে পারল না। প্রিয় প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দিনের টেস্ট সিরিজে আজ বাংলাদেশ আউট হয়েছে ১৯১ রান করে। ব্যাটারদের এমন হতশ্রী পারফরম্যান্সে সমালোচনার জড় বইছে দেশের ক্রিকেটাঙ্গনে। টাইগারদের সিচুয়েশন বুঝতে আর কত সময় লাগবে-এমন প্রশ্ন করছেন খোদ কোচ সালাহউদ্দিন।
গত এক বছরে ১৮ ইনিংসের ৯ বারই ২০০ রানের নিচে অলআউট হয়েছে বাংলাদেশ। ৫০ শতাংশ ইনিংসে যে দল ২০০ রানও করতে পারেনি সেদলের কোচকে প্রশ্নে জর্জরিত হতে হবে। হওয়াটাই স্বাভাবিক। আজ রোববার সিরিজের প্রথম দিন ১৯১ রানের অপ্রত্যাশিত স্কোর করার পর সিলেটে সংবাদ সম্মেলনে এসছিলেন টাইগার কোচ মোহাম্মদ সালাহউদ্দিন।
সেখানে তিনি অবশ্য বলার মতোন কিছু পাচ্ছিলেন না। ঘুরে ফিরে সেই একই প্রসঙ্গ, সময় লাগবে টাইগারদের। তিনি জানান,‘ একটা দেশের ক্রিকেট আসলে নির্দিষ্ট কয়েকজন ক্রিকেটারের ওপর নির্ভর করে না। পুরো দেশের ক্রিকেট কাঠামো কেমন এবং ওরা কতটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে অনেক ম্যাচ খেলতে হবে। যেমন, শেষ ৬টা টেস্টে আমাদের ব্যাটাররা ভালো করেনি। তাহলে নতুন কাউকে খুঁজবেন। তাকেও আবার তৈরি করতে সময় দিতে হবে। তাকে আমরা সুযোগ দিতে থাকব। তবে রিসোর্স খুবই কম আছে।’
এসময় টাইগার অধিনায়ক শান্তর নতুন করে শুরু করা প্রসঙ্গে জানতে চাইলে তিনি জানান,‘ ক্যাপ্টেন কী বলেছে সেটা আমি জানি না। তবে নতুন যেটা বললেন, আমি মনে করি ছেলেরা মানসিকভাবে নতুন অনেক কিছু চেষ্টা করেছে। নিজের উন্নতির ব্যাপারে তারা অনেক সচেতন। হয়তো আজ আমরা খারাপ খেলেছি। তার জন্য বলা যাবে না তারা চেষ্টা করছে না বা তাদের বড় হওয়ার ইচ্ছা নেই। এটা এখনই বলা যাবে না। আজকে ব্যাটিং ভালো হয়নি। বোলিংও ভালো হয়নি। চেষ্টা করব এই জায়গা থেকে তাড়াতাড়ি ম্যাচে ফেরার।’