বাংলাদেশের বিশ্বকাপ দলে আছেন তাসকিন, নেই সাইফউদ্দিন

বাংলাদেশের বিশ্বকাপ দলে আছেন তাসকিন, নেই সাইফউদ্দিন

বিশ্বকাপের ঠিক আগে চোট তাসকিন আহমেদের যাত্রাটাই ফেলে দিয়েছিল শঙ্কায়। তবে সে শঙ্কা উড়িয়ে আজ তাকে রেখেই দল ঘোষণা করেছে বিসিবি। এখানেই শেষ নয়, তাকে সহ-অধিনায়ক করেই বিশ্বকাপে পাঠাচ্ছে বাংলাদেশ।

আজ মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে বিশ্বকাপের দল ঘোষণা করে বিসিবি। সেখানে উপস্থিত ছিলেন নির্বাচক প্যানেলের তিন নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, আবদুর রাজ্জাক ও হান্নান সরকার।

বিশ্বকাপের ঠিক আগে মোহাম্মদ সাইফউদ্দিনের দলে ঢোকাটা ইঙ্গিত দিচ্ছিল বিশ্বকাপের দলে তাকে রাখার। তবে বিশ্বকাপের চূড়ান্ত দলে তার জায়গা হয়নি শেষমেশ। তাকে ছাড়াই বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ।

চমক হিসেবে আছে তানভির ইসলামের নাম। সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগটা খুব ভালো কাটেনি তার। তবে বিশ্বকাপের আগে শেষ হোম সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে ভালো বোলিং করেছেন তিনি। যার ফলে তিনি কেটে ফেলেছেন বিশ্বকাপের টিকিট।

আজ দল ঘোষণার আগে মেহেদি হাসান মিরাজের দলে ঢোকার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে শেষমেশ তার ভাগ্যে শিকে ছেঁড়েনি। তাকে ছাড়াই বিশ্বকাপ দল ঘোষণা করেছেন নির্বাচকরা। 

আগামী ১ জুন শুরু হতে যাচ্ছে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে আগামী ৮ জুন। শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচ খেলে ১০ জুন আবার মুখোমুখি হতে হবে দক্ষিণ আফ্রিকার। ১৩ জুন নেদারল্যান্ডস আর ১৭ জুন নেপালের বিপক্ষে খেলবে নাজমুল হোসেন শান্তর দল।

বাংলাদেশের বিশ্বকাপ দল-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তানভীর ইসলাম, শেখ মাহেদি, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব

রিজার্ভ:
আফিফ হোসেন ধ্রুব ও হাসান মাহমুদ

সম্পর্কিত খবর