যে কারণে চোটে পড়েও দলে তাসকিন
বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে তাসকিন আহমেদ পড়লেন চোটে। বিশ্বকাপ দলে তার থাকা নিয়েও শঙ্কা সৃষ্টি হয়েছিল। তবে শেষমেশ সব শঙ্কা উড়িয়ে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ঢুকে গেছেন তাসকিন।
তাসকিনের জন্য এবারের বিশ্বকাপ ভিন্নতা নিয়েও আসছে বৈকি! প্রথমবারের মতো বাংলাদেশ দলের সহ অধিনায়ক হয়ে তিনি যাচ্ছেন টি-টোয়েন্টির বিশ্বআসরে।
সহ-অধিনায়ক হয়েছেন বটে, কিন্তু বিশ্বকাপের আগে তিনি সুস্থ হয়ে উঠবেন কি না, তা নিয়ে আছে সংশয়। তবে তার পাঁজরের চোট নিয়ে শঙ্কা থাকলেও তাকে দলে রেখেছেন নির্বাচকরা। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এই বিষয়ে বলেন, ‘আমরা আশা করছি বিশ্বকাপ চলার কোনো একটা পর্যায়ে তিনি সুস্থ হয়ে যাবেন। সে আলোকেই তাকে দলভুক্ত করা হয়েছে।’
আইসিসির নিয়মানুসারে বিশ্বকাপের প্রাথমিক দল থেকে চূড়ান্ত দলে পরিবর্তন করা যাবে সবশেষ ২৫ মে। এরপর বিশ্বকাপের দলে পরিবর্তন আনতে হলে আইসিসির ইভেন্ট কমিটির অনুমোদন লাগবে। নির্বাচকরা মূলত সে সুযোগটাই নিয়েছেন।
লিপুর ভাষ্য, ‘আপনারা আইসিসির নিয়ম জানেন। ইঞ্জুর্ড ক্রিকেটার ক্যারি করা যায়। বিশ্বকাপের সময় যদি আশানুরূপ রিকভারি না হয়, তখন আপনি রিপ্লেস করতে পারবেন। ২৫ তারিখে সব ফ্রেশ খেলোয়াড়দের নিয়েই ঢুকবেন, ইঞ্জুর্ড খেলোয়াড় নিয়ে যেতে পারবেন না, বিষয়টা এমন নয়। ইঞ্জুর্ড খেলোয়াড় নিয়েও বিশ্বকাপে আপনি যেতে পারবেন।’
তবে তার আগে আসন্ন যুক্তরাষ্ট্র সফরে তাসকিনের দেখা যে মিলবে না, তা শতভাগ নিশ্চিত, জানালেন লিপু। প্রধান নির্বাচকের ভাষ্য, ‘মেডিক্যাল রিপোর্টে যেমনটা বলা হয়েছে, তাতে বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্র সিরিজে তার খেলাটা প্রায় অসম্ভব। দলের সঙ্গে যারা ট্র্যাভেল রিজার্ভ হিসেবে যাবে, তারা সেখানে সেই সিরিজে খেলবে।’