রাহুলকে বুকে জড়িয়ে বিতর্কের ইতি টানলেন লক্ষ্ণৌ মালিক
আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ করেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। ১৬৫ রানের লক্ষ্য মাত্র ৯.৪ ওভারেই টপকে যায় হায়দরাবাদ। ম্যাচ জিতে নেয় ১০ উইকেট হাতে রেখে। দলের এমন হার মাঠে বসে সহ্য করতে পারেননি ফ্র্যাঞ্চাজিটির মালিক সঞ্জীব গোয়েঙ্কা। ম্যাচ শেষ হতেই অধিনায়ক লোকেশ রহুলের ওপর মেজাজ খারাপ করতে দেখা যায় তাকে।
যা নিয়ে গত কদিন ধরেই চলছিল তীব্র সমালোচনা। মোহাম্মদ শামির পর বীরেন্দ্রর শেবাগ কঠোর সমালোচনা করেছেন গোয়েঙ্কার। সমর্থকরাও বিষয়টি ভালোভাবে নেননি। এ নিয়ে সব মহল থেকেই সমালোচিত হতে হচ্ছিল ফ্র্যাঞ্চাইজিটির মালিককে। অবশেষে রাহুলকে নিজের বাসায় নৈশ্যভোজে আমন্ত্রণ জানিয়ে বুকে জড়িয়ে ধরে সেই বিতর্কের ইতি টানলেন গোয়েঙ্কা। যেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশও করেছে দলটি।
চলমান আইপিএলে এখনও ২ ম্যাচ বাকি দলটির। ১২ পয়েন্ট নিয়ে টেবিলের ৭ নম্বরে অবস্থান হলেও এখনও প্লে-অফে খেলার সুযোগ রয়েছে দলটির। সে কারণেই শেষ দুই ম্যাচের আগে পরিস্থিতি ঠিক করে ফেলেছেন দলটির মালিক। দিল্লির বিপক্ষে ম্যাচের আগে ছবি শেয়ার করে দলের বর্তমান অবস্থা যে ভালো সে সম্পর্কে ধারণা দিয়েছে ফ্র্যাঞ্চাইজটি।
দলটির কোচ জাস্টিন ল্যাঙ্গার অবশ্য বিষয়টিকে দেখছেন আবেগের বহিঃপ্রকাশ হিসেবেই। সেদিনের ঘটনা নিয়ে তিনি বলেন, ‘এই ঘটনা নিয়ে বিশাল ঝড় উঠেছে। ভারতে ক্রিকেটের প্রতি আবেগ আমাকে অবাক করে। সকলের মধ্যে এই আবেগ রয়েছে। গোয়েঙ্কার মধ্যেও রয়েছে। আমার মধ্যেও রয়েছে। রাহুলের মধ্যেও রয়েছে। সেই ম্যাচে আমাদের পরিকল্পনা কাজে লাগেনি। ম্যাচের পরে গোয়েঙ্কা মাঠে এসে রাহুলের কাছে জানতে চাইছিলেন, ‘কী হচ্ছে? আমাদের পরিকল্পনা কাজে লাগেনি কেন। তা হলে পরের ম্যাচে আমাদের পরিকল্পনায় কি বদল করতে হবে? তবে গোয়েঙ্কাকে উত্তেজিত দেখে সবাই ভেবেছে, উনি খারাপ কথা বলেছেন। কিন্তু তা হয়নি। আমরা ভাল ভাবেই কথা বলছিলাম। ক্রিকেট নিয়ে আলোচনা হচ্ছিল।’