মিরপুরে অনুশীলনে দল, রাতেই বিশ্বকাপ যাত্রা
আজ বাংলাদেশের বিশ্বকাপ দলের একটা ব্যস্ত দিনই অপেক্ষা করছে। স্কোয়াড ঘোষণার পর প্রথমবারের মতো অনুশীলনে নামছেন নাজমুল হোসেন শান্তরা। তারপর সংবাদ সম্মেলন, আনুষ্ঠানিক ফটোসেশন। তা শেষে আজ রাতেই বিশ্বকাপের জন্য দেশ ছাড়বে বাংলাদেশ দল।
অনেক জল্পনা-কল্পনার পর বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা হয়ে গেছে। খেলোয়াড়রা জেনে গেছেন কারা কারা উঠছেন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের বিমানে। তার পর আজই প্রথম অনুশীলনে নেমেছে বাংলাদেশ দল।
দল ঘোষণার আগে থেকেই অনুশীলনে নেমে পড়েছিলেন অনেকে। কাল যেমন সাকিব আল হাসানকে দেখা গেছে মিরপুরে অনুশীলন করতে। বিশ্বকাপকে সামনে রেখে ব্যাটিংয়ের সমস্যা দূর করছিলেন তিনি। তবে সেটা তার ব্যক্তিগত সেশন। আজ পুরো দল নেমে পড়ছে অনুশীলনে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ের বিভিন্ন দিক ঝালিয়ে নেওয়ার পালা শুরু এবার। আজ সকাল সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত চলবে দলের অনুশীলন সেশন।
বাংলাদেশের সূচিতে আজ আরও আছে সংবাদ সম্মেলন। বিশ্বকাপের আগে আজই দেশের মাটিতে শেষ দিন শান্তদের। বিশ্বকাপে দলের চাওয়া কী, তা জানানোর পাশাপাশি দল গঠন নিয়ে নানা প্রশ্নের জবাব দেবেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক শান্ত। এরপর ফটোসেশনে দেখা যাবে দলকে। দলের বিশ্বকাপ জার্সির দেখাও মিলতে পারে ওখানেই।
সব কিছু শেষে বিশ্বকাপ যাত্রার পালা। আজ দিবাগত রাত ১টা ৪০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের বিমানে উঠে পড়বেন শান্তরা।