কোহলিকে আরেক দফা টপকে গেলেন বাবর আজম
সময়ের সেরা ব্যাটারদের তালিকা করলে বিরাট কোহলির সঙ্গে তালিকায় নাম থাকবে পাকিস্তানের বাবর আজমেরও। তবে অভিজ্ঞতা কিংবা রেকর্ডে কোহলির থেকে বাবর অনেকটা পিছিয়ে থাকলেও প্রায়শই নতুন নতুন রেকর্ড গড়ছেন বাবর আজম। কখনো কখনো যা ছাড়িয়ে যাচ্ছে বিরাট কোহলিকেও।
এই যেমন আরেক দফা বাবর ছাড়িয়ে গেলেন কোহলিকে। টি-টোয়েন্টিতে সেঞ্চুরির সংখ্যায় আগে থেকেই কোহলির চেয়ে এগিয়ে ছিলেন বাবর। ছিলেন চার মারার বিচারেও। এবার ফিফটির সংখ্যাতেও কোহলিকে পেছনে ফেলেছেন পাকিস্তান অধিনায়ক। সবশেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে এই কীর্তি গড়েছেন বাবর আজম।
ম্যাচে ৪২ বলে ৭৫ রানে ইনিংস খেলে পাকিস্তানকে জিতিয়েছেন বাবর। যেখানে তার ইনিংসটি সাজানো ছিল ৫টি ছক্কা ও ৬টি চারে। দীর্ঘ ক্যারিয়ারে এর আগে কখনোই এক ম্যাচে ৫টি ছক্কা হাঁকাননি বাবর। এদিন বাবর ব্যাট চালিয়েছেন ১৭৮.৫৭ স্ট্রাইক রেটে। এমন দারুণ ব্যাটিংয়ের দিনে বাবর ছাড়িয়ে গেছেন কোহলিকে।
টি-টোয়েন্টিতে এদিন কোহলির সমান ম্যাচও খেলেছেন বাবর। দু’জনেরই ম্যাচ সংখ্যা সমান ১১৭টি। তবে কোহলিকে ফিফটির সংখ্যায় ছাড়িয়ে গেছেন বাবর। এতদিন টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ফিফটি ছিল বিরাট কোহলির করা ৩৮টি। সেই রেকর্ড নিজের করে নিয়েছেন বাবর। এই ফরম্যাটে ৩৯টি ফিফটি হাঁকিয়ে বাবর এখন সবার ওপরে। অন্যদিকে কোহলির সেঞ্চুরির সংখ্যা যেখানে মাত্র ১টি সেখানে বাবরের সেঞ্চুরি ৩টি। তবে এই ফরম্যাটে রানের হিসেবে এখনও এগিয়ে কোহলি। তবে সেই ফারকটা মাত্র ৮২ রানের।