‘সমালোচনা’ ছাড়াই বাংলাদেশের বিশ্বকাপ ফটোসেশন
বিশ্বকাপের আগে অফিসিয়াল ফটোসেশন নিয়ে অতীতে বাংলাদেশ ক্রিকেটে কম আলোচনা-সমালোচনা হয়নি। ২০১৯ বিশ্বকাপের আগে ফটোসেশনে দলের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান ছিলেন না, এরপর ২০২৩ বিশ্বকাপের আগে ফটোসেশনটাই হলো বেশ সাদামাটা। সব মিলিয়ে ফটোসেশনও তাই থাকে বেশ আগ্রহের কেন্দ্রে।
সে ইতিহাস মাথায় রাখলে আজ বাংলাদেশের ফটোসেশনটা শেষ হলো কোনোপ্রকারের সমালোচনা ছাড়াই। ক্রিকেটারদের সবাই ছিলেন এই ফটোসেশনে। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন নিজেও চলে এলেন সেই সেশনে।
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আজ বুধবার রাত ১টা ৪০ মিনিটে দেশ ছাড়বে নাজমুল হোসেন শান্তর দল। তার আগে আজ দুপুরে আনুষ্ঠানিক ফটোসেশন টিম বাংলাদেশ।
টিম ম্যানেজমেন্ট ও কোচিং স্টাফদের সবাই ছিলেন ফটোসেশনে। পরবর্তীতে এই ফটোসেশনে এসে যোগ দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তার সঙ্গে এখানে উপস্থিত ছিলেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস, বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজনও।
গত রাতে সাকিব আল হাসান একটি বিজ্ঞাপনের শ্যুটিং নিয়ে পোস্ট দিয়েছিলেন। তার পরদিন, মানে আজ ছিল দলের আনুষ্ঠানিক ফটোসেশন। ফলে আজ তিনি থাকবেন কি না, তা নিয়েও সৃষ্টি হয়েছিল ধোঁয়াশা। শেষমেশ তিনিও ছিলেন এই সেশনে। ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ঠিক পাশে। সঙ্গে ছিলেন গতকাল ঘোষিত ১৫ সদস্যের দলের সবাই ও ট্র্যাভেলিং রিজার্ভের ২জনও।
টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর মাঠে গড়াবে আগামী ২ জুন থেকে। যদিও বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে তারও এক সপ্তাহ পর, ৮ জুন। যুক্তরাষ্ট্রের ডালাসে বাংলাদেশ খেলবে সেদিন শ্রীলঙ্কার বিপক্ষে। এর এক দিন পর ১০ জুন বাংলাদেশ লড়বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তার দুই দিন পর ১৩ জুন বাংলাদেশ নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ আগামী ১৭ জুন। নেপালের বিপক্ষে সেই ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে নাজমুল হোসেন শান্তর দল।