লিটন-সাইফউদ্দিনের দুই নিয়তি, যা বললেন অধিনায়ক শান্ত
সদ্যসমাপ্ত জিম্বাবুয়ে সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারীদের একজন ছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। যদিও তিনি শেষ ম্যাচে রান বিলিয়েছেন দু’হাতে। শেষমেশ সেই সাইফউদ্দিন অবশ্য বিশ্বকাপ দলে জায়গা পাননি। ওদিকে পুরো টি-টোয়েন্টি সিরিজে ৩৬ রান করেও বিশ্বকাপের দলে টিকে গেছেন লিটন দাস। দুজন দুই নিয়তির শিকার, সেটা পরিষ্কার।
এ বিষয়ে গতকালই সংবাদ সম্মেলনে নির্বাচক কমিটিকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। আজ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পড়তে হলো। সাইফউদ্দিন গত ৩০ মে আইসিসিকে পাঠানো বিশ্বকাপ দলেও ছিলেন, এমনটা গতকাল জানিয়েছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। সবশেষ সিরিজের পারফর্ম্যান্স বিচারে বাদ পড়ে গেছেন তিনি।
আজ এই প্রসঙ্গে শান্ত যা বললেন, তা শোনা গেল গতকাল লিপুর বলা সুরেই। জানালেন, আস্থার বিচারেই সাকিব টেক্কা দিয়েছেন সাইফউদ্দিনকে। শান্তর ভাষ্য, ‘সাইফউদ্দিন আর তানজিম সাকিব দুজনই ক্লোজ ছিল। সমান পরিমান ম্যাচ খেলেছে। এমন না যে ৮ উইকেট পেয়েছে, ও উইকেট পায়নি… এ কারণে না। ওই যে থাকে না… আস্থা, বিশ্বাস… এখানেই সাকিব এগিয়ে গেছে।’
পারফর্ম করেও দলে নেই সাইফউদ্দিন। ওদিকে লিটন দাস তিন ম্যাচে ১২ গড়ে ৩৬ রান করেও দলে টিকে গেছেন। এখানেও ওই ‘আস্থারই’ খেল। লিটন প্রসঙ্গে শান্ত বলেন, ‘অতীতে আমরা যে ভুল করেছি, আমরা এবার তা করতে চাইনি। আমরা চাইনি যে শেষ মুহূর্তে কেউ এসে দলে ঢুকে যাক, বড় টুর্নামেন্টের আগে মানিয়ে নেওয়ার বিষয় থাকে। সেটাই বড় কারণ।’
তিনি আরও জানান, ‘আমার দলের সবার নিজের ভূমিকাটা পরিষ্কার, পরিষ্কার মাথা নিয়ে ওখানে যাচ্ছে। লিটন আমাদের খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটার। লিটন ভালো করবে ইন শা আল্লাহ।’
শুধু লিটন নয়, জিম্বাবুয়ে সিরিজে শান্ত নিজেও ব্যর্থ ছিলেন। ৫ ম্যাচে তিনি করেছেন মোটে ৮১ রান। এক্ষেত্রে তিনি ঢাল বানালেন উইকেটকে। তার কথা, ‘বৃষ্টির কারণে অন অফ ব্যাট করতে হয়েছে। উইকেটও খুব ভালো ছিল না… তো রান করাটা কঠিন ছিল বেশ।’
তবে ফর্ম নিয়ে খুব একটা ভাবনা চিন্তা নেই শান্তর। বরং সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি, সেই সুখস্মৃতি এবার তাকে টনিক যোগাচ্ছে বিশ্বকাপে ভালো করার। তিনি বলেন, ‘খুব বেশি চিন্তা করছি, তা না। আমার কঠোর পরিশ্রম আমি অনুশীলনে করছি। গেল বিশ্বকাপে রানে ছিলাম। এরপর একটা লম্বা সময় ভালো কেটেছে। আশা করছি এবার বিশ্বকাপে ভালোভাবে কামব্যাক করব।’