দুঃখ ভুলে বাংলাদেশ দলকে সাইফউদ্দিনের শুভকামনা

দুঃখ ভুলে বাংলাদেশ দলকে সাইফউদ্দিনের শুভকামনা

মঙ্গলবার বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। দুই জন রিজার্ভ ক্রিকেটার নিয়ে সেই সংখ্যাটা ১৭ জনের। তবে এই ১৭ জনের কোথাও জায়গা হয়নি মোহাম্মদ সাইফউদ্দিনের। যা নিয়ে হচ্ছে সমলোচনা। তবে সেই সমালোচনা পাশ কাটিয়ে বিশ্বকাপ খেলতে আজ রাতেই দেশ ছাড়বে পুরো দল।

তার আগে মিরপুরে দলীয় ফটোসেশনটাও সেরে ফেলেছে ক্রিকেটাররা। যা দেখে নিশ্চয় আক্ষেপ বাড়ছে সাইফউদ্দিনেরও। তবে না দলীয় ফটোসেশন নিজের ফেসবুকে শেয়ার করে নাজমুল হোসেন শান্তর দলকে বিশ্বকাপের জন্য শুভকামান জানিয়েছেন তিনি। নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে সাইফউদ্দিন লিখেছেন, ‘শুভকামনা বাংলাদেশ দলের জন্য।’

সাইফউদ্দিন মূলত বাদ পড়েছেন তানজিম হাসান সাকিবের কাছে। জিম্বাবুয়ে সিরিজে দীর্ঘ ১৮ মাস পর ফিরেছিলেন তিনি। সেই সিরিজে প্রথম দুই ম্যাচে বেশ পারফর্মও করেছেন। তবে তৃতীয় ম্যাচে কিছুটা (৪২/৩) খরুচে হওয়ায় চতুর্থ ম্যাচে তাকে খেলায়নি দল। পঞ্চম ম্যাচে তাসকিন না থাকায় বাড়তি দায়িত্ব নিতে হতো তার। তবে সেই দায়িত্ব তো নিতেই পারেননি উল্টো ৫৫ রান খরচ করে দলের হারের কারণ হয়েছেন। এই চার ম্যাচে সিরিজের সর্বোচ্চ ৮ উইকেট পেলেও বেশি রান খরচ করায় শেষ পর্যন্ত বাদ পড়েছেন তিনি।

তার বাদ পড়ার কারণ হিসেবে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছিল, ‘দুটো রাস্তা ছিল আমাদের সামনে– প্রথমত দলে থাকা ফিট ক্রিকেটারদের মধ্যে থেকে নির্বাচন, দ্বিতীয়ত বাকিদেরও পরখ করে দেখা। আমরা চোট থেকে ফেরা সাইফউদ্দিনের পারফরম্যান্স দেখতে চেয়েছিলাম, তার ওপর অবশ্যই আমাদের আস্থা ছিল। তবে এই (জিম্বাবুয়ে) সিরিজে আমাদের আস্থার জায়গায় কিছুটা এগিয়ে তানজিম সাকিব। সে কারণে সাইফউদ্দিনকে রাখা হয়নি।’

তিনি আরও বলেন, ‘সাকিবকে আমরা শ্রীলঙ্কা সিরিজেও দেখেছি। তার একাগ্রতা ও আগ্রাসন খুব ভালো। তার সঙ্গে সাইফউদ্দিনের প্রতিযোগিতা চলছিল। সে জায়গায় সাকিব উৎরে গেছে। হাসান মাহমুদকেও আমরা ক্যারি করতে হচ্ছে, তবে আশা করি তাকে খেলানো লাগবে না।’

বিশ্বকাপের আগে আরও একবার সাইফউদ্দিনের প্রশ্নের মুখে পড়তে হয়েছে অধিনায়ক নাজমুল শান্তকে। যার উত্তরে তিনি বলেন, ‘সাইফউদ্দিনের চেয়ে (তানজিম) সাকিবকে নিয়ে আমরা বেশি আত্মবিশ্বাসী।’

 

সম্পর্কিত খবর