তাসকিনকে নিয়ে সুখবর দিলেন শান্ত
বিশ্বকাপের ঠিক আগে জিম্বাবুয়ে সিরিজে দারুণ ফর্মে ছিলেন তাসকিন আহমেদ। বল হাতে তার আগুন ঝরানো সব স্পেল আশাই দেখাচ্ছিল বাংলাদেশ ক্রিকেটকে।
তবে চতুর্থ টি-টোয়েন্টিতে সে আশার প্রদীপ দপ করে নিভে যাওয়ার যোগাড়। কেন নয়! ছন্দে থাকা তাসকিন আহমেদই যে চোট নিয়ে চলে গেলেন মাঠের বাইরে!
ঘটনার সূত্রপাত সে ম্যাচের দ্বিতীয় ইনিংসে। চার ঠেকাতে গিয়ে বাউন্ডারি লাইনে ঝাঁপিয়ে পড়লেন তাসকিন। তবে ভাগ্য সহায় হলো না তার। তিনি চোট পেলেন পাঁজরে।
সেই চোট তাকে খেলতে দেয়নি বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ টি-টোয়েন্টিতে। শঙ্কা ছিল বিশ্বকাপ নিয়েও, সে শঙ্কা এখনও কাটেনি। তবে তার পরও তাকে সঙ্গে করেই নিয়ে যাচ্ছে বিশ্বকাপে। এখানেই শেষ নয়, তাকে করা হয়েছে সহ-অধিনায়ক।
বিশ্বকাপের আগে আরও একটা সিরিজ খেলবে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের মাটিতে তাদেরই বিপক্ষে খেলবে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজে তাসকিন খেলছেন না এটা নিশ্চিত। তবে তাসকিনকে বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই পাওয়ার বিষয়ে বেশ আশাবাদী অধিনায়ক শান্ত। সেটা হাওয়া থেকে বানানো আশা নয়, এই আশা তৈরি হয়েছে মেডিক্যাল দলের আশ্বাসেই।
বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আশা করছি না তাসকিন থাকবে না, আশা করি সে প্রথম ম্যাচেই থাকবে। না থাকতে পারলে ব্যাকআপ অপশন নিয়ে আগাতে হবে। তবে মেডিক্যাল দল থেকে যা ইঙ্গিত পেয়েছি তাতে তাকে প্রথম ম্যাচ থেকেই পাওয়া যাবে ইন শা আল্লাহ।’