শান্তর চাওয়া, সাকিব-রিয়াদের জন্য জ্বলে উঠুক তরুণরা 

শান্তর চাওয়া, সাকিব-রিয়াদের জন্য জ্বলে উঠুক তরুণরা 

‘ওগো বন্ধু/সেই ধাবমান কাল/জড়ায়ে ধরিল মোরে ফেলি তার জাল/তুলে নিল দ্রুতরথে/দু’সাহসী ভ্রমনের পথে/তোমা হতে বহু দূরে…’ – কথাগুলো সাকিব আল হাসান বা মাহমুদউল্লাহ রিয়াদরা বলেননি মুখ ফুটে। তবে বহুদিন ধরেই বাংলাদেশ ক্রিকেটের মহীরুহ হয়ে থাকা এই দুজনে এ কথা বলার সময়টা খুব কাছেই দাঁড়িয়ে আছে। 

সাকিব-রিয়াদদের বয়স যে বসে নেই! পরের বিশ্বকাপটা যখন মাঠে গড়াবে, তখন সাকিবের বয়স হয়ে যাবে ৩৯, রিয়াদের ৪০ বছর। সে বয়সে বিশ্বকাপ খেলাটা বেশ কঠিন এক কাজই। 

ফলে এবারের বিশ্বকাপই হয়ে যেতে পারে টি-টোয়েন্টির বিশ্বমঞ্চে তাদের শেষ বিশ্বকাপ। এই আসরে তাদের জন্য হলেও দলে থাকা তরুণদের বাড়তি ভালো করার তাগিদ দিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

৩৭ বছর বয়সী সাকিব নিজের নবম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নামছেন এবার। তার মতো ‘বুড়ো’ স্রেফ রোহিত শর্মাই আছেন আর। সব বিশ্বকাপে খেলার কীর্তি এই দু’জন বাদে আর কারোই নেই। 

রিয়াদও এই তালিকায় থাকতেন। যদি গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ না পড়তেন। রেকর্ড হয়নি তাতে। তবে সে কারণে বাস্তবতা থেকে পালাতে পারবেন না তিনি। বয়স যে ৩৮ ছুঁয়ে গেছে এই কিছু দিন আগে! ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারই হয়ে যেতে পারে দু’জনের শেষ পদচারণা।

সেটা হোক বা না হোক, তাদের জন্য গোটা তরুণ দলকেই জ্বলে ওঠার তাগিদ দিলেন অধিনায়ক শান্ত। তিনি বলেন, ‘আমি জানি না এটা তাদের শেষ বিশ্বকাপ কি না। এটা স্রেফ একটা ধারণা। তবে আমাদের মতো তরুণ ক্রিকেটাররা নিশ্চিতভাবেই তাদেরকে কিছু ভালো স্মৃতি উপহার দিতে চাইবে, যেহেতু তারা অনেক দিন ধরে খেলে যাচ্ছেন। এটা দেওয়াটা আমাদের তরুণ ক্রিকেটারদের একটা দায়িত্বও।’

পঞ্চপাণ্ডবের দুজন মাশরাফি বিন মুর্তজা ও মুশফিকুর রহিম টি-টোয়েন্টি থেকে অবসরে গেছেন। তামিম ইকবালের জাতীয় দলে ফেরা নিয়েও আছে সংশয়। বাকি রইলেন সাকিব-রিয়াদ। তাদের সম্ভাব্য শেষ বিশ্বকাপে তাদের কাছে একটা চাওয়া আছে অধিনায়ক শান্তর। তিনি বলেন, ‘আমরা সাকিব ভাই বা রিয়াদ ভাইয়ের কাছ থেকে বাড়তি কিছুই চাইছি না। তারা যদি তাদের ভূমিকা অনুসারে খেলতে পারেন, তাহলেই পুরো দল উপকৃত হবে। আমরা যা চাই তা হলো, তাদের যে অভিজ্ঞতা, সেটা যেন পুরো দলে ছড়িয়ে দেন, তাহলে ছোট ছোট উন্নতিগুলো করা সম্ভব হবে।’

সাকিব-রিয়াদের অভিজ্ঞতার সঙ্গে তাদের জন্য তরুণদের বাড়তি পারফর্ম করার তাড়নাকে মেলান। কি? কিছু কি আঁচ করতে পারছেন? হ্যাঁ, সাফল্যের রেসিপি তো এটাই! 

সেটা খুঁজে বের করা গেল। এবার তাহলে সেটা মাঠে করে দেখানোর পালা!

সম্পর্কিত খবর