চোটে শঙ্কায় রাবাদার বিশ্বকাপ, কৃষ্ণাঙ্গদের সমীকরণ মিলছে না

চোটে শঙ্কায় রাবাদার বিশ্বকাপ, কৃষ্ণাঙ্গদের সমীকরণ মিলছে না

বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। সেই দল নিয়ে হচ্ছে সমালোচনা। তবে সেই সমালোচনার কারণটা অবশ্য ভিন্ন ধর্মী। ১৫ সদস্যের দলে মাত্র ২ জন কৃষ্ণাঙ্গ ক্রিকেটার জায়গা পেয়েছেন। সেই দু’জন হলেন কাগিসো রাবাদা ও কখনো আন্তর্জাতিক ম্যাচ না খেলা অটনিয়েল বার্টম্যান।

দক্ষিণ আফ্রিকায় বর্ণবৈষম্যের কারণে দু’জন কৃষ্ণাঙ্গসহ মিশ্র রংয়ের মোট ৬ জন ক্রিকেটারকে একাদশে রাখতে হয়। এই হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই খেলার কথা রাবাদা ও বার্টম্যানের। তবে সমস্যা তৈরি হয়েছেন রাবাদা বিশ্বকাপের আগ মুহূর্তে চোটে পড়ায়। আইপিএলের শেষ দুই ম্যাচ না খেলেই দেশে ফিরতে হচ্ছে রাবাদাকে।

এবারের আইপিএলে রাবাদা পাঞ্জাব কিংসের হয়ে ১১টি ম্যাচ খেলে ৮.৮৫ ইকোনমিতে ১১টি উইকেট নিয়েছেন। কিন্তু তাদের শেষ দুটি ম্যাচে দেখা যাবে না। আর এই অবস্থায় কৃষ্ণাঙ্গের সমীকরণ মেলাতে হিমশিম খেতে হচ্ছে দক্ষিণ আফ্রিকা টিম ম্যানেজমেন্টকে।

তবে আশার কথা হলো, রাবাদা চোটের কারণে শেষ দুই ম্যাচ না খেলে দেশে ফিরলেও বিশ্বকাপের আগেই চোট মুক্ত হওয়ার কথা রয়েছে তার। তবে এরপর যে তিনি চোটে পড়বেন না তারই বা নিশ্চয়তা কি। কেননা, কৃষ্ণাঙ্গর সমীকরণ মেলাতে হলে যে আসরের সবকটি ম্যাচেই খেলতে হয় তাকে। তাই রাবাদাকে দেশে ফিরিয়ে দ্রুত চোট সারানোর চেষ্টা চালাচ্ছে দক্ষিণ আফ্রিকা। কেননা, রাবাদা যে দিনশেষে দলটির মূল পেসার।

তবে ঝুঁকি এড়াতে ভ্রমণ রিজার্ভ হিসেবে লুঙ্গি এনগিদিকে দলের সঙ্গে রাখছে দক্ষিণ আফ্রিকা। কোনো কারণে এই দু’জনের কেউ চোটে পড়লে তিনি হবেন তার বিকল্প।

সম্পর্কিত খবর