জীবনে উত্থানের চেয়ে পতন বেশি দেখেছেন রোহিত

জীবনে উত্থানের চেয়ে পতন বেশি দেখেছেন রোহিত

মুম্বাই ইন্ডিয়ান্সকে একাধিক শিরোপা জেতালেও চলতি আইপিএলে নেতৃত্ব ছাড়তে হয়েছে রোহিত শর্মাকে। পার করতে হয়েছে কঠিন সময়। তার আগে ভারতকে একাধিকবার শিরোপা মঞ্চে তুলেও শেষ পর্যন্ত তা ছুঁয়ে দেখা হয়নি অধিনায়ক রোহিতের। সেই আক্ষেপ ঘোচানোর হয়তো শেষ সুযোগ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাবেন রোহিত। তার নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে ভারত।

তবে এই বিশ্বকাপে না পারলেও হয়তো নেতৃত্বও হারাতে হতে পারে রোহিতকে। ভবিষ্যতের কথা মাথায় রেখে বিদায় জানানো হতে পারে নেতৃত্ব থেকে। ফলে আর কখনো অধিনায়ক হিসেবে দলকে বিশ্বকাপ জেতানো হবে না তার। রোহিতের বর্তমান বয়সটা ৩৭ হওয়ায় হয়তো খুব বেশিদিন ক্রিকেটও খেলতে পারবেন না তিনি। অনেকে তো মনে করছেন ৯ম বিশ্বকাপ খেলতে যাওয়া রোহিতের এটিই শেষ।

রোহিত নিজে অবশ্য এখনই নিজের শেষ দেখছেন না। আরও কয়েক বছর ক্রিকেট খেলতে চান তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে রোহিত অবসর নিয়ে বলেন, ‘ক্রিকেটে আমার ১৭ বছর চলছে। চমৎকার যাত্রা ছিল। আমি এখনও আশা করি আরও কয়েক বছর খেলতে পারব। বিশ্ব ক্রিকেটে প্রভাব রাখতে পারব।’

অধিনায়কত্ব নিয়ে রোহিত বলেন, ‘আপনার দেশের অধিনায়কত্ব করা আপনার কাছে সবচেয়ে বড় সম্মানের। আমার জন্যও সেটি একই রকম। আমি কখনই ভাবিনি যে আমি একদিন অধিনায়কত্ব করতে পারব। তবে হ্যাঁ, লোকেরা বলে ভালো জিনিস সবসময় ভালো মানুষের সাথেই ঘটে।’

মাঠ এবং মাঠের বাইরে জীবনে মুখোমুখি হওয়া চ্যালেঞ্জগুলি নিয়ে রোহিত বলেন, ‘আমি আমার জীবনে উত্থানের চেয়ে পতন বেশি দেখেছি। আমি আজ যে মানুষ তা অতীতে পতনের মাধ্যমেই হয়েছি।’

সম্পর্কিত খবর