বিশ্বকাপের আগে সাকিবকে লঙ্কান অধিনায়কের ধাক্কা

বিশ্বকাপের আগে সাকিবকে লঙ্কান অধিনায়কের ধাক্কা

সাম্প্রতিক সময়ে ক্রিকেটের অন্যতম এক লড়াইয়ে পরিণত হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ। ম্যাচের উত্তেজনা ছাড়াও দুই দলের ক্রিকেটারদের শরীরী ভাষাও যেন বদলে যায় এই ম্যাচে। সেই লড়াই আরও একবার বিশ্বমঞ্চে দেখা যাবে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই বাংলাদেশকে নামতে হবে শ্রীলঙ্কার বিপক্ষে। সেই ম্যাচটা হবে ৮ জুন। তবে তার আগেই বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসনকে ধাক্কা দিয়ে বসেছেন লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসরাঙ্গা।

তবে এই ধাক্কাটা হাসারাঙ্গা সাকিবকে দিয়েছেন আইসিসির টি-টোয়েন্টি অলরাউন্ড র‌্যাঙ্কিংয়ের তালিকায়। আগেই দুই ফরম্যাটে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারানো সাকিব টি-টোয়েন্টিতেই কেবল অলরাউন্ডারদের শীর্ষস্থান ধরে রেখেছিলেন। এবার সেখানেও তাকে ধাক্কা দিয়েছেন লঙ্কান অধিনায়ক। অবশ্য সেই ধাক্কায় শীর্ষস্থান হারাতে হয়নি সাকিবকে। তবে ঠিকই সাকিবকে চোখ রাঙাচ্ছেন তিনি।

আইসিসির সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে হালনাগাদে এই ধাক্কা খেয়েছেন সাকিব। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ম্যাচে বোলিংয়ে সাফল্য পেলেও ব্যাট হাতে তেমন দায়িত্ব নিতে পারেনি সাকিব। যার প্রভাব পড়েছে সাকিবের অলরাউন্ডার রেটিংয়ে। আগের রেটিং পয়েন্ট ২৩১ থেকে কমে তা নেমে এসেছে ২২৮-এ।

আর এই সময়ে কোনো ম্যাচ না খেলেই আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবিকে টপকে দুই নম্বরে উঠে গেছেন হাসারাঙ্গা। সাকিবের সমান ২২৮ রেটিং এখন তারও। অন্যদিকে বাংলাদেশ সিরিজে ভালো খেলায় দুই ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

এর বাইরে টি-টোয়েন্টিতে বোলারদের শীর্ষস্থান ধরে রেখেছেন ইংলিশ স্পিনার আদিল রাশিদ। অন্যদিকে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের সূর্যকুমার যাদব।

সম্পর্কিত খবর