বিশ্বকাপের আগে ধর্ষণের মামলা থেকে খালাস পেলেন লামিচানে
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দলের একটি নেপাল। সেই বিশ্বকাপের দলও ঘোষণা করেছে দেশটি। তবে সেই দলের ১৫ সদস্যের দিকে তাকিয়ে যেই নামটি আপনি মিস করবেন সেই নামটা সন্দীপ লামিচানের। দেশটির ক্রিকেটকে এতদূর অব্ধি নিয়ে আসার পেছনেও যে বড় ভূমিকা আছে এই লেগির। তবে তাকে ঠিক ইচ্ছে করে দল থেকে বাদ দেয়নি নেপাল। অনেকটা বিপদে পড়েই তাকে বাদ দিয়ে দল ঘোষণা করতে হয়েছে নেপালকে।
দল ঘোষণার সময়ও যে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে ৮ বছরের সাজা খাটছিলেন লামিচানে। যদিও জানুয়ারিতে হওয়া এই রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে কারাগারের বাইরেই ছিলেন লামিচানে। এরপর থেকেই আদালতের দরজায় দরজায় ঘুরে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করেছেন লামিচানে। সেই চেষ্টায় অবশ্য অবশেষে সফল হয়েছেন তিনি।
বুধবার লামিচানের আপিলের রায়ের বিষয়ে পাটান হাইকোর্টের মুখপাত্র বিমল পারাজুলি এএফপিকে বলেন, ‘সন্দীপ লামিচানেকে ধর্ষণের মামলা থেকে খালাস দেওয়া হয়েছে।’ যার ফলে লামিচানের নেপালের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সম্ভাবনাও বেড়েছে। কেননা, ২৫ মে পর্যন্ত যে বিশ্বকাপের দল পরিবর্তনের সুযোগ রেখেছে আইসিসি।
অবশ্য ধর্ষণের সাজা পাওয়া লামিচানেকে আগেই নিষিদ্ধ করেছে নেপাল ক্রিকেট বোর্ড। তবে এখন সে আদালতের রায়ে অভিযোগ থেকে মুক্ত হওয়ায় নিশ্চয় দেশটির ক্রিকেট বোর্ড সেই নিষেধাজ্ঞা উঠিয়েও নেবে। আর সেটি হলে টি-টোয়েন্টি বিশ্বকাপেও দেখা যেতে পারে লামিচানেকে।