সাইফউদ্দিনকে নিয়ে হুলুস্থুলের কারণ দেখেন না পাপন

সাইফউদ্দিনকে নিয়ে হুলুস্থুলের কারণ দেখেন না পাপন

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। সেই দলে চমক বা ভুল যায় বলুন সেটা মোহাম্মদ সাইফউদ্দিনের না থাকা। যা নিয়ে দল ঘোষণার পর থেকেই হচ্ছে সমালোচনা। তবে সেই সমালোচনা যে খুব একটা গায়ে মাখছে বিসিবি তা নয়। নির্বাচকদের ব্যাখ্যার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন অধিনায়ক ও কোচ। এবার একই রকম সুরে কথা বলেছেন বিসিবি প্রধান নাজমুল হোসেন পাপনও। সাইফদ্দিনের না থাকায় হুলুস্থুরের মতো কিছু হয়নি বলে মত তার।

রাতে দেশ ছাড়ার আগে মিরপুরে ফটোসেশন সেরেছে ক্রিকেটাররা। সেই ফটোসেশনে অংশ হয়েছিলেন বিসিবি প্রধান পাপনও। সেই অনুষ্ঠানে এসেই সাইফউদ্দিনের বাদ পড়া নিয়ে প্রশ্নের মুখে পড়েন বিসিবি প্রধান। তবে সেই প্রশ্নটা তাকে অবান্তরই মনে হয়েছে তার।

সাইফউদ্দিনের বাদ পড়া প্রসঙ্গে পাপন বলেন, ‘এখানে ইস্যুটা হচ্ছে এখানে সাইফউদ্দিন থাকতেই পারত। মানে সাইফউদ্দিন থাকলেও কোনো সমস্যা হতো না। না থাকলেও যে হুলুস্থুল কিছু হয়েছে, তা আমি মনে করি না।’

সাইফউদ্দিনের জায়গায় বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন তানজিম হাসান সাকিব। এর বাইরে রয়েছে আরও তিন পেসার তাসকিন, মুস্তাফিজ ও শরীফুল। তবে এই তিন জনের বাইরে দলে সুযোগ পাওয়াটা যে কঠিন সেটিও মনে করিয়ে দিয়েছেন পাপন। বলেন, ‘আমি মনে করি তিন পেসার খেলাবে। সেখানে প্রথম পছন্দ অবশ্যই থাকবে তাসকিন, মুস্তাফিজুর ও শরীফুল। এখানে আরেকজনের ঢোকার সম্ভাবনা খুবই কম। যদি আমাকে জিজ্ঞেস করেন। তবে আমার কথায় কেউ প্রভাবিত হবে না।’

দলে চার পেসারের বাইরে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন হাসান মাহমুদ ও আফিফ হোসেন ধ্রুব। হাসানকে হঠাৎ দলে নেওয়ার বিষয়ে বিসিবি প্রধান বলেন, ‘যদি কেউ চোটে পড়ে, সেক্ষেত্রে ওরা নিয়ে যাচ্ছে হাসান মাহমুদকে। আমার ধারণা হাসান মাহমুদকেই খেলাবে। তাই এখানে অতিরিক্ত একজনকে নিয়ে যাচ্ছে যদি তেমন কোনো কন্ডিশন মনে হয়।’

সম্পর্কিত খবর