অবসর নিয়ে মুখ খুললেন কোহলি
আইপিএল শুরুর আগেও বিরাট কোহলিকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখেননি অনেকে। অথচ টি-টোয়েন্টি বিশ্বকাপের রেকর্ড রান এই কোহলির নামের পাশে। সেই কোহলি আরও একবার নিজেকে প্রমাণ করলেন চলমান আইপিএলে। ৩৫ বছরের কোহলি ব্যাট হাতে লড়াইয়ে নামলেন বাকিদের সঙ্গে।
সেই লড়াইয়ে শেষ পর্যন্ত হাসলেন কোহলিই। এখন পর্যন্ত আইপিএলের ১৩ ইনিংস শেষে ৬৬.১০ গড়ে কোহলির রান ৬৬১ রান। বিশ্বকাপের দলেও অবধারিতভাবে আছেন কোহলি। এরপরও কথা থাকছেই ৩৫ এ পা দেওয়া কোহলির এটাই কি শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ। কোহলি অবশ্য সেটা রেখেছেন নিজের মধ্যেই। তবে জানিয়েছেন যখন মনে হবে কাজ শেষ হয়ে গেছে তার তখনই জানিয়ে দেবেন বিদায়।
অবসর নিয়ে নির্দিষ্ট কোনো মঞ্চ বা বিশেষ কোনো দিনের কথা ভেবে রেখেছেন কিনা কোহলি, এমন প্রশ্নে তিনি বলেন, ‘‘এটা বলা আসলে খুব সহজ। আমি মনে করি একজন ক্রীড়াবিদ হিসেবে, আমাদের ক্যারিয়ারের শেষ দিন আছে। আর আমি সেটাকে পেছনে ঠেলছি। আর তাছাড়া আমি এই ভেবে আমার ক্যারিয়ার শেষ করতে চাই না, ‘যদি আমি এটা নির্দিষ্ট বিশেষ দিনে করি তবে কেমন হয়’ কারণ আমি বা কেউই চিরকাল চালিয়ে যেতে পারে না।’’
অবসর নিয়ে কোহলি আরও বলেন, ‘আমার কাজ শেষ হয়ে গেলে আমি বিদায় নেব। আমাকে তখন কিছুক্ষণের জন্যও দেখতে পারবেন না। কাজেই সময় থাকতেই আমি আমার সবটুকু দিতে চাই। আমি এখন খেলছি আর এটাই আমাকে চলতে সাহায্য করছে।’