বাংলাদেশের বিশ্বকাপ দলকে যা বললেন মাশরাফি

বাংলাদেশের বিশ্বকাপ দলকে যা বললেন মাশরাফি

আরও একটা বিশ্বকাপ দুয়ারে। এই বিশ্বকাপকে সামনে রেখে গতকাল রাতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। যাত্রার পর বাংলাদেশ দল নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। দলকে জানিয়েছেন শুভকামনা। 

আজ তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ‘সাহস সবসময় গর্জন করে না, শুধু দিন শেষে শান্ত কন্ঠস্বরে বলে, আগামীকাল চেষ্টা করব। “গো অ্যান্ড কিল ইট চ্যাম্পস” সব সময় শুভকামনা আমার প্রাণের দেশ, প্রাণের দলের প্রতি।’

গতকাল দেশ ছাড়ার আগে শেষ বারের মতো সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানিয়েছেন, দলের আপাতত লক্ষ্য গ্রুপ পর্বের বৈতরণী উতরে যাওয়া।

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর মাঠে গড়াবে আগামী ২ জুন থেকে। যদিও বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে তারও এক সপ্তাহ পর, ৮ জুন। যুক্তরাষ্ট্রের ডালাসে বাংলাদেশ খেলবে সেদিন শ্রীলঙ্কার বিপক্ষে। এর এক দিন পর ১০ জুন বাংলাদেশ লড়বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। 

তার দুই দিন পর ১৩ জুন বাংলাদেশ নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ আগামী ১৭ জুন। নেপালের বিপক্ষে সেই ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে নাজমুল হোসেন শান্তর দল।

সম্পর্কিত খবর