আগামী মৌসুমেও আইপিএলে ধোনি!

  • নিউজরুম এডিটর
  • ০৬:০১ পিএম | ১৬ মে, ২০২৪

আন্তর্জাতিক ক্রিকেটের পাঠ বহু আগেই চুকিয়ে ফেলেছেন এমএস ধোনি। খেলছেন কেবল আইপিএল। সেই পাঠও গত মৌসুমেই চুকিয়ে ফেলার কথা ছিল তার। তবে তার দল চেন্নাই সুপার কিংস সেই মৌসুমে শিরোপা জেতায় সিদ্ধান্তে বদল আনেন ধোনি। আরও এক মৌসুম চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। সে হিসেবে চলতি আইপিএলেই শেষ হচ্ছে ধোনির ক্রিকেট অধ্যায়। তবে দলটির ব্যাটিং কোচ মাইকেল হাসি অবশ্য বলছেন ভিন্ন কথা। ৪২-এর ধোনিকে আরও কয়েক মৌসুম মাঠের ক্রিকেটে দেখছেন তিনি।

চলতি আইপিএলে সময়টা মন্দ কাটছে না ধোনির। চলতি আইপিএলে এখন পর্যন্ত ১০ ইনিংস ব্যাট করতে নেমে ২২৬.৬৬ স্ট্রাইক রেটে রান তুলেছেন ১৩৬। তবে ধোনি ভক্তদের আবদারটা ছিল তাকে আরও আগে ব্যাটিংয়ে নামানো। কেননা, সবশেষ পাঞ্জাব কিংসের বিপক্ষে ৯ নম্বরে ব্যাট করতে নেমেও ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন। এমন একজনকে তাই ব্যাটিংয়ে প্রমোশন দেওয়ার দাবি ভক্তদের।

তবে ভক্তদের এমন দাবী রাখা যে সম্ভব হচ্ছে না সেটা জানিয়ে হাসি বলেন, ‘আমি জানি ভক্তরা সম্ভবত তাকে আরও ওপরে ব্যাটিং করতে দেখতে চায়। কিন্তু হাঁটুর অস্ত্রোপচারের কারণেই আমাদের তাকে কিছুটা পরে নামাতে হচ্ছে। তবে এটা সত্যি এমএস-এর থেকে এতটা ক্লিন হিট করতে পারার মত আমাদের কেউ ছিল না।’

ধোনি কি আগামী মৌসুমেও খেলবে কিনা এমন প্রশ্নে হাসি বলেন, ‘আমরা আশা করছি সে চালিয়ে যাবে। কারণ, সে এখনও খুব ভাল ব্যাটিং করছে। সে ভাল প্রস্তুতি নেয় - সে খুব তাড়াতাড়ি ক্যাম্পে আসে এবং প্রচুর বল হিট করে। সে সত্যিই পুরো মৌসুমে ভাল ছন্দে ছিল। তবে গত মৌসুমের পর তার হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল তাই এই টুর্নামেন্টের শুরু থেকেই তাকে সেটা মাথায় রেখে খেলতে হচ্ছে।’

ধোনির অবসর নিয়ে হাসি আরও বলেন, ‘ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে আমি আশা করি তিনি (ধোনি) আরও কয়েক বছর খেলা চালিয়ে যাবেন। তবে দিনশেষে এটা তার সিদ্ধান্ত, আমরা কেবল এটার জন্য অপেক্ষা করতে পারি। তবে আমি শীঘ্রই তার কাছ থেকে এমন সিদ্ধান্ত আশা করব না।

খেলার দুনিয়া | ফলো করুন :