বিশ্বকাপে মুস্তাফিজকে চেন্নাইয়ের শুভকামনা

  • নিউজরুম এডিটর
  • ০৭:২৫ পিএম | ১৬ মে, ২০২৪

বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এবারের আইপিএলে খেলেছেন মুস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের হয়ে অভিষেক মৌসুমে মুস্তাফিজের সময়টাও কেটেছে বেশ। চেন্নাইয়ের একাদশে নিয়মিত মুখ ছিলেন বাংলাদেশের তারকা এই পেসার।

এরপর অবশ্য দেশের স্বার্থে আসরের মাঝপথেই চেন্নাইকে বিদায় বলতে হয়েছে মুস্তাফিজকে। যাতে খানিকটা বিপদেই পড়ে গেছে চেন্নাই। তবে বিপদে পড়লেও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য মুস্তাফিজকে শুভকামনা জানাতে ভুলেনি ফ্র্যাঞ্চাইজিটি। মুস্তাফিজকে শুভকামনা জানিয়ে ফেসবুকে বিবৃতি দিয়েছে দলটি। এবারের বিশ্বকাপে ১৫ সদস্যের বাংলাদেশ দলে আছেন ফিজ।

বিশ্বকাপে যাওয়ার আগে মিরপুরে দলের অফিসিয়াল ফটোসেশনে যোগ দিয়েছিলেন মুস্তাফিজ। সেখানে বিসিবির দেওয়া স্যুট পরে দলের বাকিদের মতো হাজির হতে হয়েছিল তাকেও। পরে সেই স্যুট গায়ে জড়িয়ে ব্যক্তিগত ফটোসেশনটাও সেরেছেন ফিজ। এবার তার সেই ছবিই নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে মুস্তাফিজকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শুভকামনা জানিয়েছে চেন্নাই। ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, ‘মিশন কাটার, সুইং স্ট্রং, বিশ্বকাপের জন্য শুভকামনা ফিজ!’

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এরইমধ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। বিশ্বকাপে মূল লড়াইয়ে নামার আগে স্বাগতিকদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে নাজমুল শান্তর দল। এরপর আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলে ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।

এবারের আইপিএলে ৯ ম্যাচে মাঠে নেমে ৩৪.২ ওভার হাত ঘুরিয়ে মোট ৩১৮ রান দিয়েছেন মুস্তাফিজ। রান বন্যার এবারের আইপিএলে যেখানে আবার একটি মেইডেন ওভারও রয়েছে। এ সময়ে ৯.২৬ ইকোনোমিতে মোট ১৪ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ। যখন চেন্নাইকে বিদায় জানান সেদিনও যৌথভাবে জাসপ্রিত বুমরাহর সমান ১৪ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার ছিলেন তিনি।

মুস্তাফিজকে হারানোটা তাই চেন্নাইয়ের জন্য বড় ধাক্কা। আগামী ১৮ মে চেন্নাই তাদের শেষ ম্যাচ খেলবে। যেখানে দলটির প্রতিপক্ষ হবে বেঙ্গালুরু। সেই ম্যাচ জয় পেলে প্লে-অফ নিশ্চিত হবে চেন্নাইয়ের।

খেলার দুনিয়া | ফলো করুন :