টানা চার জয়ের পর মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড
বিশ্বকাপে সবগুলো দলই খেলে ফেলেছে চারটি করে ম্যাচ। ভারত ও নিউজিল্যান্ড তার মাঝে সবকটি ম্যাচেই জয় ছিনিয়ে নিয়েছে। ধর্মশালায় আজ (রবিবার) বাংলাদেশ সময় দুপুর ২.৩০ টায় মুখোমুখি হচ্ছে এই দুই পরাশক্তি।
স্বাগতিকরা এবারের আসরে এখন পর্যন্ত সবচেয়ে আধিপত্য বিস্তার করা দলগুলোর মধ্যে একটি। সবশেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে একচেটিয়া অবস্থানে ছিল রোহিত শর্মার দল। স্বাগতিক দেশ হওয়ায় কিছুটা এগিয়ে থাকবে তারা এটিও আশানুরূপ।
কিউইদের শুরুটাও ভারতের মতই প্রভাববিস্তারকারী। পয়েন্ট সমান হলেও রানরেটের হিসেবে টেবিলের শীর্ষে আছে তারা। ব্যাট-বল উভয়েই সমান তালে নিজেদের আগ্রাসী মনোভাব প্রকাশ যাচ্ছে কিউইরা। দলীয় পারফর্মে নিজেদের সেরাটা দিতে থাকা দলটির সামনে এবার বাঁধা হতে চাইবে স্বাগতিক ভারত।
ম্যাচটি জিতলে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে যাবে, তাই কোনো দলই নিজেদের আধিপত্য দেখাতে কার্পণ্য করবে না। রোহিত-কোহলি নাকি কনওয়ে-ইয়ং, কার ব্যাট আজ গর্জে উঠে সেটি দেখা এখন সময়ের অপেক্ষা মাত্র।