বাবরের কাঁধ হালকা করতে চান কারস্টেন

  • নিউজরুম এডিটর
  • ০৮:৪৯ পিএম | ১৬ মে, ২০২৪

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রধান কোচ হিসেবে গ্যারি কারস্টেনকে নিয়োগ দিয়েছে পাকিস্তান। তবে কোচ হিসেবে নিয়োগ পেলেও আইপিএলে ব্যস্ত সময় পার করতে হচ্ছে তাকে। গুজরাট টাইটান্সকে ব্যাটিং দীক্ষা দিচ্ছেন তিনি। যার ফলে কারস্টেনকে ছাড়ায় আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে হয়েছে পাকিস্তান দলকে। তবে দলের সঙ্গে না থাকলেও নিয়মিত অধিনায়ক বাবর আজমের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। আর এখন বিশ্বকাপের আগে বাবর আজমের কাঁধ থেকে ভার নামানোটাই হবে কোচ হিসেবে কারস্টেনের প্রথম কাজ।

সবশেষ আয়ারল্যান্ড সিরিজে প্রথম ম্যাচে হারলেও পরের দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান। শেষ ম্যাচে বাবর আজম ব্যাট হাতে দলকে দিয়েছেন নেতৃত্ব। তিন ম্যাচে ৪৪ গড়ে করেছেন সিরিজের সর্বোচ্চ ১৩২ রান। আয়ারল্যান্ড সিরিজ শেষে এবার বাবরের দল নামবে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে। সেই সিরিজে দলের সঙ্গে থাকার কথা আছে কারস্টেনের।

তবে তার না থাকায় দলের ভার বইয়েছেন অধিনায়ক বাবর। সে জন্য বাবরের প্রশংসাও করেছেন কারস্টেন। বলেন, ‘আমি বাবরের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি। তিনি ক্রিকেটার হিসাবে এই মুহূর্তে অসাধারণ ফর্মে রয়েছেন এবং অধিনায়ক হিসেবে দলের অনেক ভার নিজের কাঁধে বহন করেছেন। কোচিং স্টাফ হিসাবে আমরা যা করার চেষ্টা করব তা হল এটিকে কিছুটা হালকা করে দেওয়া। যাতে তিনি উপলব্ধি করতে পারেন তিনি অন্য সবার মতো দলের একজন খেলোয়াড়। আর সেটি হলেই তিনি ভার মুক্ত হয়ে তার স্বাভাবিক প্রতিভা দেখাতে পারবেন।’

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারনী ম্যাচে ৪২ বলে ৭৫ রান করেছেন বাবর। ১৭৮.৫৭ স্ট্রাইক রেটে ব্যাট করা বাবর পুরো ইনিংসে হাঁকিয়েছেন ৫টি ছক্কা। যা তার ক্যারিয়ারে প্রথমবার। বাবরের কাছ থেকে আগামীতে এরচেয়েও ভালো ইনিংস প্রত্যাশা করেন কারস্টেন।

বলেন, ‘আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচটি দেখেছি। এটা অসামান্য ইনিংস। আশা করি আমরা এই বাবর আজমের চেয়ে আরও অনেক ভালো একজনকে দেখতে পাব। কারণ সে মনে করে তাকে সবসময় দলের জন্য অবদান রাখতে হবে।’

খেলার দুনিয়া | ফলো করুন :