কোহলিকে দ্রুত ফেরানো গেলেই জিতবে পাকিস্তান!

  • নিউজরুম এডিটর
  • ০৯:২৫ পিএম | ১৬ মে, ২০২৪

ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে দর্শকদের তুমুল আগ্রহ থাকলেও, বর্তমানে এই লড়াই খুব একটা উত্তেজনা ছড়ায় না মাঠে। অনেকটা এক তরফা ম্যাচ জিতে নেয় ভারত। তবে সবশেষ অস্ট্রেলিয়ায় হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে প্রায় হারিয়েই দিয়েছিল পাকিস্তান। তবে শেষ পর্যন্ত সেটি সম্ভব হয়নি কোহলির কারণে।

ম্যাচে ৫৩ বলে ৮২ রানের অপরাজিত ইনিংস খেলে শেষ বলে ভারতকে জেতান কোহলি। সেই কোহলি যে আরও একটি বিশ্বকাপে হুমকি হয়ে দাঁড়াবে পাকিস্তানের এমনটিই মনে করেন দলটির সাবেক অধিনায়ক মিসবাহ উল হক। তাই কোহলিকে দ্রুত ফেরানোতেই পাকিস্তানের সাফল্য দেখছেন তিনি।

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে মিলিয়ে ২৬ ম্যাচ খেলা কোহলির রান ১ হাজার ১৬৬। গড় ৬১. ৩৬। যেখানে সেঞ্চুরি তিনটি ও ফিফটি ৭টি। এমন কোহলিকে তাই ভয় না পেয়ে উপায় কি।

পাকিস্তানের বিপক্ষে কোহলির ভালো খেলার কারণ হিসেবে মিসবাহ বলেন, ‘খেলোয়াড়দের তীক্ষ্ণ স্মৃতি থাকে এবং লক্ষ্যটা থাকে মনের মধ্যে, যে এই প্রতিপক্ষের বিপক্ষে ভালো পারফর্ম করতে হবে। আর এ কারণেই সেই ম্যাচে আপনার শক্তিশালী প্রভাব থাকে এবং যা প্রতিপক্ষকেও প্রভাবিত করে। বিরাট কোহলিও তেমনি, সে শুরুর দিকে যেভাবে সে অন্যান্য দল এবং পাকিস্তানের বিরুদ্ধে পারফর্ম করেছে, গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে তা দলগুলোকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে।’

সবশেষ ২০১৭ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে জয় তুলেছিল পাকিস্তান। সেই ম্যাচে মোহাম্মদ আমিরের বলে মাত্র ৫ রানেই ফিরেছিলেন কোহলি। ভারতও জিততে পারেনি ম্যাচটা। তাই আরও একবার দ্রুত কোহলিকে ফিরিয়ে সাফল্য প্রত্যাশা করছেন মিসবাহ। 

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে একই গ্রুপে পড়ায় ফের মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ম্যাচটি হবে ৯ জুন। সেই ম্যাচে জয় পেতে কি করতে হবে পাকিস্তানকে সেটিও জানিয়েছেন মিসবাহ। বলেন, ‘সে এমন একজন খেলোয়াড়, চাপের মধ্যেও সুযোগ তৈরি করে। আর সেখান থেকেই অনুপ্রেরণা নেই। সে একজন টপ ক্লাস ক্রিকেটার। যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে পারফর্ম করার ক্ষমতা তার আছে। তবে একটাই উপায়, চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে যেভাবে দ্রুত আউট করা হয়েছিল, পাকিস্তান বা অন্য কোনো দলকেও তাকে দ্রুত আউট করতে হবে।’

খেলার দুনিয়া | ফলো করুন :