মাঠে না নেমেই প্লে-অফ নিশ্চিত হায়দরাবাদের
গুজরাট টাইটান্সের টানা দুই ম্যাচই পণ্ড হলো বৃষ্টিতে। এর আগে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে শেষ চারের স্বপ্ন শেষ হয় আগের দুই আসরের ফাইনালিস্টদের। এবার সাইরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচটিও শেষ হলো কোনো বল না গড়িয়ে। তবে গতকালের বৃষ্টিতে কপাল খুলেছে সানরাইজার্সের। ব্যাট-বল না করে গুজরাটের সঙ্গে পয়েন্ট ভাগাভাগির ম্যাচ শেষে আসরের তৃতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত হয়েছে প্যাট কামিন্সের দলের।
১৩ ম্যাচ শেষে হায়দরাবাদের পয়েন্ট দাঁড়াল ১৫। চার ও পাঁচে থাকা চেন্নাই ও দিল্লির পয়েন্ট সমান ১৪। চেন্নাইয়ের ম্যাচ বাকি একটি, তবে দিল্লি খেলে ফেলেছে তাদের প্রথমপর্বের পুরো ১৪ ম্যাচ। এতেই শেষ চার থেকে ছিটকে যাওয়ার কোনো সম্ভাবনা নেই হায়দরাবাদের।
গতকাল হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের বৃষ্টির তীব্রতায় হয়নি ম্যাচের টসও। ম্যাচের বৃষ্টির অবস্থা বিবেচনা করে স্থানীয় সময় ১০টা ১০ মিনিটে ম্যাচ পরিত্যক্তের ঘোষণা দেন আম্পায়াররা।
এর আগে প্লে-অফে টিকিট নিশ্চিত করেছে কলকাতা ও রাজস্থান। এতেই লড়াইটা এখন কেবল চতুর্থ স্থানের। যেই দৌড়েও আছে কেবল তিন দল, চেন্নাই, বেঙ্গালুরু ও লক্ষ্ণৌ। আজ মুম্বাইয়ের বিপক্ষে প্রথমপর্বে নিজেদের শেষ ম্যাচে নামবে লক্ষ্ণৌ এবং আগামীকাল বেঙ্গালুরুর মাঠে নামবে চেন্নাই।
নেট রান রেট বিচারে আজকের ম্যাচে লক্ষ্ণৌ জিতলেও তাদের শেষ চারের সম্ভাবনা কেবল খাতা-কলমের হিসেবেই। এতেই আগামীকালের চেন্নাই-বেঙ্গালুরুর ম্যাচের অনেকটা নিশ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে প্লে-অফের চতুর্থ দলটির।