ভারতসহ দুই প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের, এক ম্যাচও পায়নি পাকিস্তানসহ ৩ দল
টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা হয়ে গেছে আগেই। এবার বিশ্বকাপের দুই সপ্তাহ বাকি থাকতে এর আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচের সূচি দিয়েছে আইসিসি। সেখানে দেখা যাচ্ছে ভারতের বিপক্ষে এক ম্যাচসহ মোট দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ওদিকে একটিও ম্যাচ রাখা হয়নি পাকিস্তান, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের।
ভারতের বিপক্ষে যে বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ খেলবে, তা আগেই জানা গিয়েছিল। আজ প্রকাশিত সূচিতে তা নিশ্চিত হয়েছে। তবে সে ম্যাচ কোথায় হবে, তা এখনও জানায়নি আইসিসি।
বাংলাদেশের অন্য প্রস্তুতি ম্যাচটা যুক্তরাষ্ট্রের বিপক্ষে। বিসিবি অবশ্য বহু আগেই বিষয়টা নিয়ে আপত্তি তুলেছিল। যদিও তা শেষমেশ আমলে নেয়নি আইসিসি। সেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়েই আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হবে বাংলাদেশের।
বিসিবির আপত্তির কারণ ছিল, বিশ্বকাপের আগেই তিন ম্যাচের সিরিজ দলটির সঙ্গে খেলবে বাংলাদেশ। তারপর আবারও তাদেরই বিপক্ষে প্রস্তুতি ম্যাচ। যার ফলে টানা চারটি ম্যাচ তাদের বিপক্ষে খেলবেন শান্তরা।
আগামী ২৭ জুন শুরু হবে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ। তার পর থেকে ১ জুন পর্যন্ত চলবে ম্যাচগুলো। ১৭টি প্রস্তুতি ম্যাচ হবে সব মিলিয়ে। বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, অস্ট্রেলিয়া, কানাডা, নেপাল, নেদারল্যান্ডস, ওমান, পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড, শ্রীলঙ্কা, উগান্ডা ও স্বাগতিক যুক্তরাষ্ট্র খেলবে দুটি করে প্রস্তুতি ম্যাচ। ওদিকে নামিবিয়া পেয়েছে ৩টি ম্যাচ। বিশ্বকাপের অন্য স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ পেয়েছে একটি ম্যাচ। তাদের সমান একটি ম্যাচ পেয়েছে ভারত আর আয়ারল্যান্ডও। দক্ষিণ আফ্রিকার প্রস্তুতির সূচি আবার আরেকটু বেশি অদ্ভুত। ম্যাচটি হবে নিজেদের মধ্যে দুই ভাগে ভাগ হয়ে!
ওদিকে বিশ্বকাপের আগে কোনো প্রস্তুতি ম্যাচই পায়নি ইংল্যান্ড, পাকিস্তান ও নিউজিল্যান্ড। প্রথম দুই দল অবশ্য নিজেদের মুখোমুখি হবে ব্রিটিশ মুল্লুকে, চার ম্যাচের সিরিজটি চলবে ৩০ মে পর্যন্ত।
প্রস্তুতি ম্যাচগুলোর অবশ্য কোনো টি-টোয়েন্টি মর্যাদা পাচ্ছে না। যার ফলে দলগুলো তাদের ইচ্ছেমতো সব খেলোয়াড়কে বাজিয়ে দেখতে পারবে।
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি
২৭ মে
কানাডা-নেপাল, টেক্সাস
ওমান-পাপুয়া নিউগিনি, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো (ব্রায়ান লারা একাডেমি)
নামিবিয়া-উগান্ডা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো (ব্রায়ান লারা একাডেমি)
২৮ মে
শ্রীলঙ্কা-নেদারল্যান্ডস, ফ্লোরিডা
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র, টেক্সাস
অস্ট্রেলিয়া-নামিবিয়া, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো (কুইন্স পার্ক ওভাল)
২৯ মে
দক্ষিণ আফ্রিকা আন্তস্কোয়াড, ফ্লোরিডা
আফগানিস্তান-ওমান, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো (কুইন্স পার্ক ওভাল)
৩০ মে
নেপাল-যুক্তরাষ্ট্র, টেক্সাস
স্কটল্যান্ড-উগান্ডা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো (ব্রায়ান লারা একাডেমি)
নেদারল্যান্ডস-কানাডা, টেক্সাস
নামিবিয়া-পাপুয়া নিউগিনি, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো (ব্রায়ান লারা একাডেমি)
ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো (কুইন্স পার্ক ওভাল)
৩১ মে
আয়ারল্যান্ড-শ্রীলঙ্কা, ফ্লোরিডা
স্কটল্যান্ড-আফগানিস্তান, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো (কুইন্স পার্ক ওভাল)
১ জুন
বাংলাদেশ-ভারত, যুক্তরাষ্ট্র (ভেন্যু চূড়ান্ত হয়নি)