২০ বছরের খরা কাটাতে পারবে ভারত?

২০ বছরের খরা কাটাতে পারবে ভারত?

স্বাগতিক দল। ব্যাটে-বলে দুর্দান্ত ফর্ম। মূল খেলোয়াড়রা আছেন ছন্দে। সব মিলিয়ে ভারতের বিশ্বকাপ কাটছে দারুণ গতিতে। নিজেদের সবগুলো ম্যাচে জয়ের পর পঞ্চম ম্যাচের ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, আসরের আরেক ফেবারেট দল। তারাও এখন পর্যন্ত হারেনি একটি ম্যাচও।

বর্তমান ফর্ম, অনুকূল পরিবেশ সব মিলিয়ে ভারতকে এগিয়ে রাখলেও পরিসংখ্যান বলে ভিন্ন কথা। ওয়ানডে বিশ্বকাপে কিউইদের সঙ্গে ৮ দেখায় কেবল ৩টি ম্যাচ জিতেছে ভারত। এমনকি, ২০০৩ সালের পর থেকে এখন পর্যন্ত আইসিসির কোনো ইভেন্টে কিউইদের হারাতে পারেনি তারা। এমন সমীকরণ নিশ্চয় বড় করতে চায় না স্বাগতিকরা। অন্যদিকে আরেকবার সেই জুজুতে ধরাশায়ী হবে কি ভারত?

বিশ্বকাপের শুরু থেকেই চোটের ধাক্কা খেয়ে আসছে নিউজিল্যান্ড। তাদের নিয়মিত অধিনায়ক দুই ম্যাচ পর একাদশে ফিরলেও সেই ম্যাচে চোট পেয়ে আবারও মাঠের বাইরে উইলিয়ামসন। তবে চোট এবার পিছু লেগেছে রোহিতদের। তাদের সবশেষ ম্যাচে বোলিংয়ের সময় চোট পান হার্দিক পান্ডিয়া। এ কারণে তিনি এ ম্যাচে থাকবেন ডাগ-আউটে বসে। তার বদলে একাদশে সবচেয়ে এগিয়ে ছিল সূর্যকুমার যাদব। তবে গতকাল নেট অনুশীলনের সময় চোট পান এই ডানহাতি ব্যাটার। বাড়তি অপশন হিসেবে দলে আছেন ঈশান কিশান। তবে তিনি এর আগে ব্যাট করেননি পাঁচ বা ছয়ে। সেই জায়গা মেলাতে কিছুটা বেগ পেতে পারে রোহিত শর্মার দল।

সম্পর্কিত খবর